হ্যালো বন্ধুরা, আজকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে এবং অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কি তা নিয়ে আলোচনা করছি ।

অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে
যেসব গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে প্রেরিত হয়, সেই সব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে ।
যেমন – থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাডরেনাল গ্রন্থি ইত্যাদি ।
অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো নালি থাকে না তাই একে নালিবিহীন গ্রন্থি ও বলা হয় ।
অন্তঃক্ষরা গ্রন্থি কয়টি ও কি কি
মানবদেহে মোট ১৪ টি অন্তঃক্ষরা গ্রন্থি আছে । যেমন – থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাস গ্রন্থি, অ্যাডরেনাল গ্রন্থি ইত্যাদি ।
অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কি
অন্তঃক্ষরা গ্রন্থি হল রাসায়নিক বার্তাবহনের একটি অবস্থা, যা হরমোন তৈরীকারক গ্রন্থি দিয়ে গঠিত। মানবদেহে প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড, পিটুইটারি ও অ্যাড্রেনাল গ্রন্থি। মানবদেহে অন্তঃক্ষরা গ্রন্থির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । ভার্টিব্রাটায়, হাইপোথ্যালামাস অন্তঃক্ষরাতন্ত্রে সকল কাজ নিয়ন্ত্রণ করে এবং কিডনিতে সোডিয়ামের সক্রিয় পুনঃশোষণ করে।
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কি বলে
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে ।
আরও পড়ুন –
সাইন্যাপ্স কি | সাইন্যাপ্স এর কাজ কি?
মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন