হ্যালো বন্ধুরা, আজকে আমরা অভিব্যক্তি ও অভিযোজন ক্লাস টেন এর প্রশ্ন উত্তর গুলি আলোচনা করছি ।

অভিব্যক্তি ও অভিযোজন এর মধ্যে সম্পর্ক
পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হওয়ার মাধ্যমে জীবদের বিবর্তন ঘটে।প্রতিনিয়ত মানিয়ে চলার জন্য নিদিষ্ট পরিবেশে বসবাসকারী জীবদের মধ্যে একটা প্রচেষ্টা থাকে।কারন পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে না পারলে তাদের অবলুপ্তির সম্ভাবনা থাকে।কিন্তু কোনও প্রজাতির অন্তর্ভুক্ত সব সদস্যের পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা সফল হয় না। দেখা গেছে এইধরনের ক্ষেত্রে বিশেষ বিশেষ জেনেটিক্স গঠন বিশিষ্ট সদস্যের প্রচেষ্টা অন্যান্যদের তুলনায় সফল হয়। যাদের ক্ষেত্রে সাফল্য ঘটে তারা পরিবর্তিত পরিবেশে স্থায়ী আসন লাভ করে এবং অন্যান্যরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। পরিবর্তিত পরিবেশে এইভাবে ধারাবাহিক অভিযোজনের মধ্য দিয়ে জৈব বিবর্তন ঘটে। অভিযোজনগত এইসব বৈশিষ্ট্য বংশপরম্পরায় সঞ্চারিত হওয়ার ফলেই নতুন নতুন প্রজাতির জীবের আবির্ভাব ঘটে। সুতরাং দেখা যায় যে অভিযোজন ও অভিব্যক্তি পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ।
উদাহরণ – প্রায় পনেরো কোটি বছর আগে বিলুপ্ত লাং ফিস –‘সেরাটোডাস’ যে ধরনের বসতিতে বাস করত, তার বর্তমান বংশধর অস্ট্রেলিয়াবাসী ‘নিওসেরাটোডাস’ প্রায় একই ধরনের বসতিতে বাস করে । ফলে উভয়ের মধ্যে গঠনগত পরিবর্তন বিশেষ কিছু ঘটেনি ।
বায়ােজেনেটিক সূত্র প্রবর্তন কে করেন?
বায়োজেনেটিক সূত্র প্রবর্তন করেন মিলার
শ্বাসমূল দেখা যায় কোন গাছে?
শ্বাসমূল দেখা যায় সুন্দরীগাছ এ
ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার ফলে কি হয়?
ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার ফলে বাষ্পমোচন রোধ হয় ।
অর্জিত চরিত্রের বংশানুক্রম মতবাদটি প্রবর্তন করেন?
অর্জিত চরিত্রের বংশানুক্রম মতবাদটি প্রবর্তন করেন ল্যামার্ক ।
ল্যামার্কের রচিত গ্রন্থটি হল?
ল্যামার্কের রচিত গ্রন্থটি হল ফিলােজফিক জুওলজিক ।
অন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে?
একই প্রজাতির অন্তর্গত সদস্যদের মধ্যে খাদ্য ও বাসস্থানের জন্য লড়াইকে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলে ।
‘দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ’-এর লেখক হলেন?
‘দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ’-এর লেখক ওপারিন
কোন শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায়?
পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় ।
সর্বপ্রথম জীবাশ্ম কে আবিষ্কার করেন?
সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন জেনোফেন ।
জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে?
জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা স্পেনসার ।
একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও?
একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল পেরিপেটাস ।
ডারউইনের মতে জিরাফের লম্বা গলার কারণ কী?
প্রাকৃতিক নির্বাচন হল জিরাফের লম্বা গলার কারণ ।
কোন লবণাম্বু উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরােদ্গম দেখা যায় না?
সুন্দরিগাছ এ লবণাম্বু জরায়ুজ অঙ্কুরােদ্গম দেখা যায় না ।
ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম লেখ?
ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম হল প্লাটিপাস ।
জরায়ুজ অঙ্কুরােদ্গম কাকে বলে?
লবণাম্বু উদ্ভিদের ফল গাছে থাকাকালীন ফল মধ্যস্থ বীজ যে বিশেষ অঙ্কুরােদ্গম পদ্ধতিতে অঙ্কুরিত হয় এবং ফলত্বক ফাটিয়ে দূণমূল ও বীজপত্রাবকাণ্ডটি বাইরে বেরিয়ে আসে, তাকে জরায়ুজ অঙ্কুরােদগম বলে। উদাহরণ : রাইজোফোরা।
জৈব অভিব্যক্তি বলতে কী বােঝ?
যে অতি মন্থর, কিন্তু অবিরাম ও গতিশীল পরিবর্তন প্রক্রিয়ার দ্বারা আদিম বা উদ্বংশীয় সরলজীব থেকে নতুন প্রকারের জটিলতর ও উন্নত জীবের উদ্ভব ঘটে তাকে অভিব্যক্তি বা বিবর্তন বলে।
আরও পড়ুন –
কোষ ও কোষ বিভাজন -প্রশ্ন ও উত্তর
রজন কাকে বলে ? রজনের প্রকারভেদ ও ব্যাবহার ?
রক্তজালক কাকে বলে ? ফাইব্রিনোজেন কি?