হ্যালো বন্ধুরা, আজকে আমরা অষ্টক তত্ত্ব কি, ডোবেরাইনার ত্রয়ী সূত্র কি এবং অষ্টক সূত্রের প্রবর্তক কে এই নিয়ে আলোচনা করছি ।

অষ্টক তত্ত্ব কি ?
পর্যায় সারণীতে মৌলগুলােকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায়। যা পর্যায় সারণির ‘অষ্টক তত্ত্ব’ নামে পরিচিত।
অষ্টক সূত্রের প্রবর্তক কে ?
১৮৬৪ সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড অষ্টক তত্ত্বের প্রবর্তন করেন । জন নিউল্যান্ড প্রতিটি মৌলকে তাদের ভর অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌল সমূহের ভৌত ও রাসায়ানিক মিল দেখতে পায় ।
অষ্টক সূত্র মেনে চলে না কোন মৌল ?
হাইড্রোজেন (H) অষ্টক সূত্র মেনে চলে না, তাই নিউল্যান্ড হাইড্রোজেন কে দুষ্টু মৌল বলে ।
ডোবেরাইনার ত্রয়ী সূত্র কি?
রাসায়নিকভাবে সদৃশ এমন প্রতি তিনটি মৌলের মধ্যে দ্বিতীয়টির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে প্রথম ও তৃতীয় মৌলটির পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়।
উদাহরণ – লিথিয়াম (7) ও পটাসিয়ামের (39) পারমাণবিক ভরের গড় সােডিয়ামের (23) পারমাণবিক ভরের প্রায় সমান।
ডোবেরাইনার ত্রয়ী সূত্র কে আবিষ্কার করেন ?
জার্মান বিজ্ঞানী জে. ডব্লিউ. ডোবেরাইনার 1829 সালে ডোবেরাইনার ত্রয়ী সূত্র আবিষ্কার করেন ।
মোলার দ্রবণ কাকে বলে ?
যেমন- N2 এর আণবিক ভর 28। একটি দ্রবণের প্রতি লিটারে 28g N2 দ্রবীভূত থাকলে সে দ্রবণটি N2 এর মোলার দ্রবণ হবে।
আরও পড়ুন –
সমতল দর্পণ কাকে বলে? বৈশিষ্ট্য ও ব্যাবহার আলোচনা কর?