হ্যালো, বন্ধুরা আজকে আমরা আপতন কোণ কাকে বলে এবং প্রতিফলন কোণ কাকে বলে তা নিয়ে আলোচনা করছি ।

আপতন কোণ কাকে বলে
আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে । আপাতন কোণকে ‘i’ দ্বারা প্রকাশ করা হয় ।
প্রতিফলন কোণ কাকে বলে
প্রতিফলত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে । প্রতিফলন কোণকে ‘r’ দ্বারা প্রকাশ করা হয় ।
নূন্যতম বিচ্যুতি কোণ কাকে বলে
আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের পরে যখন নির্গত হয় তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় না । নির্গত রশ্মি আপতিত রশ্মি থেকে যে কোণে বিচ্যুত হয়, সেই কোণকে বিচ্যুতি কোণ বলে ।
অভিলম্ব কাকে বলে
অভিলম্ব আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে।
আরও পড়ুন –
বল কাকে বলে? বল সম্পর্কিত প্রশ্ন