আলোকবর্ষ কাকে বলে ?
শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে। আলো প্রতি সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল পথ অতিক্রম করতে পারে ।

এক আলোকবর্ষ কাকে বলে ?
এক বছর সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে।
এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার ?
এক আলোকবর্ষ সমান ১৩ লক্ষ কোটি কিলোমিটার ।
আলোকবর্ষের কীসের একক ?
আলোকবর্ষ হল দূরত্বের একক ।
এক আলোকবর্ষ সমান কত মিটার ?
এক আলোকবর্ষ সমান 1015 মিটার।
আলোকবর্ষ কীসের প্রতীক ?
আলোকবর্ষ দূরত্বের প্রতীক ।
আলোকবর্ষ কি লব্ধ একক ?
না, আলোকবর্ষ হল মৌলিক একক ।
আরও পড়ুন – আগ্নেয় পর্বত কাকে বলে, উৎপত্তি, প্রকারভেদ এবং বৈশিষ্ট্য