হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইন সিটু সংরক্ষণ কি এবং ইন সিটু সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি তা নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করছি । কিন্তু তার আগে আমরা সংরক্ষণ কাকে বলে তা নিয়ে আমরা আগে আলোচনা করি । জীবনবিজ্ঞানের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে প্রায়ই এসে থাকে তাই উত্তরটি মন দিয়ে পড়ুন এবং খাতায় লিখে রাখুন ।

সংরক্ষণ কাকে বলে?
যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্ন প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যাবহার, তার নিয়ন্ত্রণ ও যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয় তাকে সংরক্ষণ বলে ।
ইন সিটু সংরক্ষণ কি?
জীব যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করছে সেই প্রাকৃতিক পরিবেশে তাদের সংরক্ষণকেই ইন সিটু সংরক্ষণ বলে ।
ইন সিটু সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা
ইন সিটু সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা গুলি নীচে দেওয়া হল-
১) ইন সিটু সংরক্ষণের মাধ্যমে পরিবেশের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে অভিযোজন জনিত সমস্যা দেখা যায় না ।
২) পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় থাকে ।
৩) নির্দিষ্ট খাদ্য শৃঙ্খল বজায় থাকে ।
৪) নির্দিষ্ট বাসস্থানের সুব্যাবস্থা থাকে ।
ইন সিটু সংরক্ষণের অসুবিধা
১) ইন সিটু সংরক্ষণ একটি ব্যায়বহুল সংরক্ষণ ব্যাবস্থা ।
২) ইন সিটু সংরক্ষণের জন্য প্রচুর বড়ো জায়গার প্রয়োজন হয় ।
৩) সুদক্ষ বনকর্মী এবং উন্নত পরিকাঠামোর প্রয়োজন হয় ।
এক্স সিটু সংরক্ষণ কি?
প্রাকৃতিক পরিবেশের বাইরে জীববৈচিত্র্যকে বিশেষ পরিকল্পনার মাধ্যমে কৃত্রিম পরিবেশে তাদের সংরক্ষণ করে রাখাকে এক্স সিটু সংরক্ষণ বলে ।
যেমন- চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি ।
সুবিধা-
এখানে দুর্বল ও বিরল প্রজাতির জীবকে সংরক্ষণ করে রাখা হয় ।
অনেক কম জায়গার মধ্যে জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা সম্ভব ।
অসুবিধা-
জীববৈচিত্রের সংখ্যা কম থাকায় অভিযোজন জনিত সমস্যা দেখা যায় ।
আরও পড়ুন-
প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে?
কোষ পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য। কোষ পর্দা কাকে বলে
সাইটোপ্লাজম কাকে বলে? সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য আলোচনা কর