হ্যালো বন্ধুরা, আজকে আমরা উন্নতি কোণ কাকে বলে এবং অবনতি কোণ কাকে বলে তা নিয়ে আলোচনা করছি ।
উন্নতি কোণ কাকে বলে?
ভুতলের উপরের কোন বিন্দু ভুমির সমান্তরাল রেখার সাথে যে জ্যা কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে ।
অবনতি কোণ কাকে বলে?
ভুতলের নীচের কোন বিন্দু ভুমির সমান্তরাল রেখার সাথে যে জ্যা কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে ।

চিত্রটিতে ভূমির সমান্তরাল AB একটি সরলরেখা এবং A,O,B,P,Q বিন্দুগুলি একই উলম্ব তলে অবস্থিত যার মধ্যবিন্দু O । AB সরলরেখার উপরের ‘P’ বিন্দু AB রেখার সাথে কোণ ∠POB উৎপন্ন করেছে এবং AB সরলরেখার নীচে ‘Q’ বিন্দু AB রেখার সাথে ∠BOQ উৎপন্ন করেছে । এখানে O বিন্দুর সাপেক্ষে Q বিন্দুর অবনতি কোণ হল কোণ ∠BOQ এবং উন্নতি কোণ হল কোণ ∠POB ।
কোন যন্ত্রের সাহায্যে উন্নতি কোণ নির্ণয় করা যায় ?
সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে উন্নতি কোণ নির্ণয় করা হয় ।
আরও পড়ুন –