হ্যালো বন্ধুরা, আজকে আমরা একশালা বন্দোবস্ত কি এবং পাঁচশালা বন্দোবস্ত কি তা নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করছি । মাধ্যমিক এর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রশ্নটি মন দিয়ে পড়ুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন ।

একশালা বন্দোবস্ত কি?
ওয়ারেন হেস্টিংস রাজস্ব ব্যাবস্থা সম্পর্কে তথ্য অনুসন্ধানের জন্য আমিনি কমিশন গঠন করেন । ওয়ারেন হেস্টিংস এর পাঁচশালা বন্দোবস্তে অনেক ত্রুটি থাকায় ইষ্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষের নির্দেশে পাঁচশালা বন্দোবস্তের পরিবর্তে ১৯৭৭ খ্রিস্টাব্দে একশালা বন্দোবস্ত নামে এক নতুন জমি ব্যাবস্থা চালু করেন ।
একশালা বন্দোবস্তে স্থির করা হয়-
১) একশালা ব্যাবস্থায় এক বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয় ।
২) এই ব্যাবস্থায় ইজারাদের পরিবর্তে জমিদারদের জমিতে অগ্রাধিকার দেওয়া হয় ।
৩) বিগত তিন বছরের আদায় করা রাজস্বের গড়ের ভিত্তিতে জমিদারদের ওপর রাজস্ব ধার্য করা হবে ।
৪) এই ব্যাবস্থায় জেলায় জেলায় রাজস্ব আদায় করার জন্য কালেক্টর নিয়োগ করা হয় এবং রাজস্বের পরিমাণ ও বাড়িয়ে দেওয়া হয় ।
একশালা বন্দোবস্তের ত্রুটি-
১) একবছরের জন্য জমি দেওয়ায় জমিদারদের জমির ওপর গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় ।
২) প্রতি বছর জমি বন্দোবস্ত দেওয়া কোম্পানির পক্ষে সম্ভব হচ্ছিল না ।
৩) এছাড়া প্রত্যেক বছরের রাজস্ব আদায় করা খুবই জটিল হচ্ছিল ।
৪) জমিতে গুরুত্ব কম দেওয়ায় জমির গুণগত মান ও হ্রাস পায় ।
একশালা বন্দোবস্ত এর ফলাফল
একশালা বন্দোবস্ত ও পাঁচশালা বন্দোবস্তে অনেক ত্রুটি থাকায় এই ত্রুটি গুলি দূর করার জন্য ১৭৮৪ খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাস করা হয় । কোম্পানি একশালা ও পাঁচশালা বন্দোবস্ত বাতিল করে স্থায়ীভাবে ভূমিবন্দোবস্ত ব্যাবস্থা চালু করেন । ১৭৭৭ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত একশালা বন্দোবস্ত ব্যাবস্থা চালু ছিল ।
দসশালা ব্যাবস্থা
১৭৮৯ খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে এবং ১৭৯০ খ্রিস্টাব্দে উড়িষ্যায় দশ বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার প্রথা চালু করেন, যা ‘দশসালা বন্দোবস্ত’ নামে পরিচিত হয়। এই ব্যাবস্থায় দশ বছরের জন্য জমি বন্দোবস্ত চালু করেন ।
চিরস্থায়ী বন্দোবস্ত
দশশালা বন্দোবস্তের পর লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরিস্থায়ী বন্দোবস্ত ব্যাবস্থা প্রথমে চালু করেন এবং পরবর্তীকালে তা বারাণসী, উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির ওপর এই ব্যাবস্থা চালু করেন ।
আরও পড়ুন- চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা কর
একশালা বন্দোবস্ত কবে চালু হয়?
১৭৭৬ খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন হওয়ার পর ১৭৭৭ খ্রিস্টাব্দে একবছরের জন্য যে ভূমিব্যাবস্থা চালু করা হয়।
আরও পড়ুন-
ইউরােপের ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান
স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা -(১৯৫১-১৯৫৬ খ্রিঃ)