হ্যালো বন্ধুরা, আজকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গঠন ও কাজ নিয়ে আলোচনা করছি । জীবনবিজ্ঞানের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নটি পরীক্ষাতে প্রায়ই এসে থাকে তাই প্রশ্নটি মন দিয়ে পড়ুন এবং খাতায় লিখে রাখুন ।

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে?
কোষের সাইটোপ্লাজমে বিস্তৃত ও একক ঝিল্লিবেষ্টিত অঙ্গাণু যা নিউক্লিয় মেম্ব্রন ও প্লাজমা মেম্ব্রন এর মধ্যে সংযোগ সাধন করে জালক সৃষ্টি করে তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে ।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর অবস্থান ও প্রকারভেদ
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে ।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন প্রকার এর হয়ে থাকে যথা-
সিস্টার্নি– এরা দেখতে লম্বা, চ্যাপ্টা, শাখাহীন প্রকৃতির হয় যা সাইটোপ্লাজমের পরস্পর সমান্তরালে বিন্যস্থ থাকে । এরা ৩৫ থেকে ৫৩ মাইক্রোমিটার চওড়া প্রকৃতির হয় ।
ভেসিকল- এরা গোলাকার প্রকৃতির হয়ে থাকে ।
টিউবিউল- এরা শাখাযুক্ত এবং নালিকার মতো দেখতে হয় এবং ৫০ থেকে ১০০ মাইক্রোমিটার ব্যাসযুক্ত হয় ।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজগুলি হল নিম্নরূপ-
১) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমের যান্ত্রিক কাজে এবং কাঠামো গঠনে সাহায্য করে ।
২) কোষগহ্বর এবং অন্যান্য অণু গঠনে সাহায্য করে ।
৩) এন্ডোপ্লাজমিয় জালিকা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদন করে, গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে ।
৪) বিপাকীয় বস্তুগুলিকে সক্রিয় ও আলাদা রাখে ।
৫) এন্ডোপ্লাজমিক জালিকা টেলাফেজ দশায় নিউক্লিয় পর্দা গঠনে সাহায্য করে ।
আরও পড়ুন-
ইন সিটু সংরক্ষণ কি? ইন সিটু সংরক্ষণের গুরুত্ব
প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে?