হ্যালো বন্ধুরা, আজকে আমরা ওহমের সূত্র কি এবং ওহমের সূত্র আমরা কি কাজে ব্যাবহার করে থাকি তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করছি । এটি পদার্থ বিজ্ঞান এর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষাতে প্রায়ই এই প্রশ্নটি এসে থাকে । তাই উত্তর গুলি ভালো ভাবে পড়ুন এবং খাতায় লিখে রাখুন ।

ওহমের সূত্র কি
উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না হলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভদ প্রভেদ এর সমানুপাতিক এবং রোধের ব্যাস্তানুপাতিক হয় ।
ওহমের সূত্র আমরা কি কাজে ব্যাবহার করে থাকি
ওহমের সূত্রের সাহায্যে আমরা গাণিতিক নিয়মে ভোল্টেজ, বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট, তারের সাইজ ও পাওয়ার নির্ণয় করার কাজে আমরা ব্যাবহার করে থাকি ।
ওহম কিসের একক
ওহম হল রোধের একক ।
কোন ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না
ওহমের সূত্র DC কারেন্ট এর পক্ষে প্রযোজ্য কিন্তু AC কারেন্ট এর পক্ষে নয় ।
আরও পড়ুন –
তুল্য রোধ কাকে বলে | আপেক্ষিক রোধ কাকে বলে?