আজকে আমরা কোষ পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য এবং কোষ পর্দা কাকে বলে তা নিয়ে আলোচনা করবো । জীবনবিজ্ঞান এর এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ।

কোষ পর্দা কাকে বলে ?
সমস্ত সজীব কোশের প্রােটোপ্লাজমের বাইরে যে পাতলা, স্থিতিস্থাপক, প্রভেদক ভেদ্য, লাইপােপ্রােটিন নির্মিত সজীব আবরণ বর্তমান, তাকে কোষ পর্দা বলে।
কোষ প্রাচীর কাকে বলে ?
কোষের প্রোটোপ্লাজম যে শক্ত, পুরু, সেলুলোজ নির্মিত নির্জীব আবরণী দ্বারা আবৃত থাকে তাকে কোষ প্রাচীর বলে। উদ্ভিদ ছাড়া শৈবাল, ছত্রাক ও ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন,লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছএাকের কোষপ্রাচীর কাইটিন(এক ধরণের পলিস্যাকারাইড) দিয়ে তৈরি ।
কোষ পর্দা ও কোষ প্রাচীর কোষের খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রায় সব কোষের কোষ পর্দা থাকে কিন্তু কোষপ্রাচীর সব কোষে থাকে না। কাজের দিক দিয়ে অনেক মিল থাকলেও কোষ পর্দা ও কোষ প্রাচীর এর পার্থক্য রয়েছে অনেক। সেই পার্থক্য গুলি কি কি তা নিয়ে নীচে আলোচনা করছি ।
আরও পড়ুন- প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য
কোষ পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য
কোষপর্দা | কোষপ্রাচীর |
---|---|
1. প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। | 1. সেলুলোজ , হেমিসলুলোজ, পেপটাইডােগ্লাইক্যান ইত্যাদি দ্বারা গঠিত। |
2. কোষ পর্দা সজীব, পাতলা, স্থিতিস্থাপক | 2. কোষপ্রাচীর দৃঢ়, পুরু, মৃত আবরণ দ্বারা গঠিত |
3. কোষ পর্দা সজীব | 3. কোষ প্রাচীর মৃত |
4. কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা | 4. কোষ প্রাচীর অভেদ্য শক্ত প্রাচীর |
5. সমস্ত সজীব কোশে প্রােটোপ্লাজমকে বেষ্টন করে থাকে | 5. কোশপর্দাকে বেষ্টন করে থাকে |
6. কোষ পর্দা থেকে বিভিন্ন কোষীয় অঙ্গানু সৃষ্টি হয় | 6. কোষ প্রাচীর থেকে কোন কোষীয় অঙ্গানু সৃষ্টি হয় না |
7. প্রােক্যারিওটিক কোশ, উদ্ভিদকোশ ও প্রাণীকোশ সবক্ষেত্রে বর্তমান। | 7. প্রাণীকোশে অনুপস্থিত। প্রােক্যারিওটিক কোশ ও উদ্ভিদকোশে বর্তমান। |
8. প্রধান কাজ হলো বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করা | 8. প্রধান কাজ হলো কোষের দৃঢ়তা প্রদান ,আকার ও আয়তন নিয়ন্ত্রণ করা |
আরও পড়ুন- ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য কি?
কোষপর্দার বৈশিষ্ট্য
কোষপর্দার বৈশিষ্ট্য গুলি হল-
- কোষ পর্দা সজীব
- কোষপর্দা প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত
- কোষ পর্দা থেকে বিভিন্ন কোষীয় অঙ্গানু সৃষ্টি হয়
- কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা
- কোষ পর্দা সজীব, পাতলা, স্থিতিস্থাপক
কোষপ্রাচীর এর বৈশিষ্ট্য
কোষপ্রাচীর এর বৈশিষ্ট্য গুলি হল –
- কোষ প্রাচীর মৃত
- কোষপ্রাচীর সেলুলোজ , হেমিসলুলোজ, পেপটাইডােগ্লাইক্যান ইত্যাদি দ্বারা গঠিত
- কোষ প্রাচীর থেকে কোন কোষীয় অঙ্গানু সৃষ্টি হয় না
- কোষ প্রাচীর অভেদ্য শক্ত প্রাচীর
- কোষপ্রাচীর দৃঢ়, পুরু, মৃত আবরণ দ্বারা গঠিত