হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্রোমোজোম কাকে বলে এবং ক্রোমোজোমের গঠন ও কাজ নিয়ে আলোচনা করছি । জীবনবিজ্ঞানের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাই প্রশ্নটি মন দিয়ে পড়ুন কারণ প্রশ্নটি পরীক্ষাতে প্রায়ই এসে থাকে । তাই আর সময় নষ্ট না করে প্রশ্নের উত্তরটি নীচে দেখে নাও ।
ক্রোমোজোম একটি গ্রীক শব্দ Cromasoma থেকে এসেছে যার অর্থ Chroma অর্থাৎ রঙ এবং Soma অর্থাৎ দেহ বা বস্তু ।

ক্রোমোজোম কাকে বলে?
কোষের নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয় অ্যাসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত প্রজননে সক্ষম যে সুতোর মতো অংশ জিনের বংশগত বৈশিষ্ট্যাবলী বংশ পরম্পরায় সঞ্চারিত করে তাকে ক্রোমোজোম বলে ।
ক্রোমোজোমের প্রকারভেদ
কার্যগত দিক থেকে দেখলে ক্রোমোজোম দুই প্রকার এর- ১) অটোজোম ২) সেক্স ক্রোমোজোম ।
অটোজোম কাকে বলে?
যে-সমস্ত ক্রোমোজোম জীবদেহে উপস্থিত থেকে দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাদের অটোজোম বলে হয় ।
মানবদেহের মোট অটোজোম সংখ্যা 44 টি ।
সেক্স ক্রোমোজোম কাকে বলে?
যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে সেক্স ক্রোমোজোম বলে ।
ক্রোমোজোমের কাজ
ক্রোমোজোমের কাজগুলি হল নিম্নরূপ-
১) প্রোটিন সংশ্লেষের জন্য mRNA তৈরি করা ।
২) ২) বংশানুক্রমে জীবের বৈশিষ্ট্য বহন করা ।
৩) জীবের লিঙ্গ নির্ধারণে সহয়তা করা ।
৪) জীবের বৈশিষ্ট্য বা গুণাবলী বহন করা ।
সেন্ট্রোমিয়ার কাকে বলে?
ক্রোমোজোমের মুখ্য খাঁজের যে ঘন অংশটি ক্রোমোজোমের ক্রোমাটিডদ্বয়কে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে এবং বেমতন্তু গঠন করে তাকে সেন্ট্রোমিয়ার বলে ।
নিউক্লিয় মেমব্রেন কাকে বলে?
নিউক্লিয়াস অন্তঃঝিল্লি এবং বহিঃঝিল্লি এই দুটি সজীব ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এই দুটি সজীব ঝিল্লিকে একত্রে নিউক্লিয় মেমব্রেন বলে ।
আরও পড়ুন-
ধান গাছ ও মটর গাছের মধ্যে পার্থক্য আলোচনা কর?
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? গঠন ও কাজ বর্ণনা কর?