নমস্কার বন্ধুরা আজকে আমরা ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার বৈশিষ্ট্য ও ক্ষমতার একক নিয়ে আলোচনা করবো ।
ক্ষমতা কাকে বলে
সাধারণভাবে কাজ করার সামর্থ্যকে ক্ষমতা বলা হয় । এই ক্ষমতা কেবল কর্ম সম্পাদনের মাধ্যমেই উপলব্ধি করা সম্ভব ।
অথবা, কাজ করার হারকে ক্ষমতা বলা হয় ।
ক্ষমতার পরিমাপ
কোনো বল এক সেকেন্ডে যে পরিমাণ কার্য করে, তাই হল ক্ষমতার পরিমাপ ।
যদি t সময়ে w পরিমাণ কার্য করা হয়, তবে ক্ষমতা , p = w/t
ক্ষমতার মাত্রা
ক্ষমতার মাত্রা = কার্যের মাত্রা ÷ সময়ের মাত্রা
=[ML2T−2] ÷ [T]
=[ML2T−3]
আরও পড়ুন – জারণ ও বিজারণ কাকে বলে
ক্ষমতার একক
CGS পদ্ধতিতে খমুতার পরম একক আর্গ / সেকেন্ড এবং অভিকর্ষীয় একক গ্রাম সেন্টিমিটার / সেকেন্ড
SI পদ্ধতিতে ক্ষমতার পরম একক জুল / সেকেন্ড এবং অভিকর্ষীয় একক কিলোগ্রাম মিটার / সেকেন্ড
ক্ষমতা বা বেগের সম্পর্ক
ক্ষমতা = কার্য ÷ সময়
= বল × সরণ ÷ সময়
= বল × বেগ [ বেগ = সরণ ÷ সময় ]
ওয়াট কাকে বলে
এক সেকেন্ডে ১ জুল কার্য করার ক্ষমতাকে ওয়াট বলে । ১ ওয়াট = ১ জুল
অশ্বক্ষমতা কাকে বলে
এক সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে এক হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলে । fps পদ্ধতিতে ক্ষমতার ব্যাবহারিক একক অশ্বক্ষমতা ।
কিলোওয়াট কাকে বলে
এক সেকেন্ডে 1000 জুল কার্য করার ক্ষমতাকে এক কিলোওয়াট বলে ।
1 কিলোওয়াট = 1000 ওয়াট
অশ্ব ক্ষমতা ও ওয়াটের সম্পর্ক কি
= 550 ফুট পাউন্ড / সেকেন্ড
= 550 × 1 ফুট × 1 পাউন্ড – ভার / সেকেন্ড
= 550 × 30.48 × 453.6 × 981 আর্গ / সেকেন্ড
= 746 × 107 আর্গ / সেকেন্ড
= 746 জুল / সেকেন্ড
= 746 ওয়াট
জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি
জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি হল – ১ জুল = 107 আর্গ
ক্ষমতার বৈশিষ্ট্য
ক্ষমতার বৈশিষ্ট্য গুলি হল নিম্নরুপ –
- ক্ষমতার জন্য মানুষ যেকোনাে পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করে
- বিভিন্ন ধরনের কর্মসম্পাদনের ক্ষেত্রে ক্ষমতার অস্তিত্ব দেখা যায়
- কোনাে দুটি বস্তুর মধ্যে সম্বন্ধ নির্ণয় করতে ক্ষমতা কাজ করে
- জ্ঞান, বােধ ও ইচ্ছার ক্ষেত্রে ক্ষমতার প্রয়ােগ দেখা যায়
- ক্ষমতা বিভিন্ন ব্যাক্তির মধ্যে ভিন্ন ভিন্ন প্রকার এর হয়ে থাকে
- ক্ষমতার দ্বারা কোন কঠিন কাজ করা সম্ভব
সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনা করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন
ক্ষমতা সম্পর্কিত আরও কিছু প্রশ্ন –
ক্ষমতা কি রাশি
ক্ষমতা হল ভেক্টর রাশি
ক্ষমতা কয় প্রকার
ক্ষমতা দুই প্রকার ১) সহজাত মানসিক ক্ষমতা ২) অর্জিত মানসিক ক্ষমতা , এছাড়া পিয়াজে বলেছেন ক্ষমতা তিন প্রকার শব্দার্থের ধারণামূলক একক ক্ষমতা, (B) শ্রেণি সংক্রান্ত ক্ষমতা, (C) সম্পর্ক সংক্রান্ত ক্ষমতা।
আরও পড়ুন – ম্যাগনেসিয়াম কি । ম্যাগনেসিয়ামের ধর্ম