নমস্কার বন্ধুরা, আজকে আমরা গতিশক্তি কাকে বলে এবং স্থিতি শক্তি কাকে বলে তা নিয়ে আলোচনা করছি ।

গতিশক্তি কাকে বলে ?
কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে ।
কোনো বস্তুর গতিশক্তি সেই বস্তুর ভরের ওপর নির্ভরশীল । অর্থাৎ যে বস্তুর ভর যত বেশী হবে সেই বস্তুর গতি ও ততটাই বেশী হবে ।
গতিশক্তির একক কি ?
গতিশক্তির একক হল জুল ( J )
স্থিতি শক্তি কাকে বলে ?
স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে অন্য অবস্থান বা অবস্থায় আনলে যে শক্তি সঞ্চিত হয়, তাকে স্থিতিশক্তি বলে।
উদাহরণ –
ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিং গুটিয়ে ছোট হয় । ফলে আকৃতিগত পরিবর্তনের জন্য স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় । এই সঞ্চিত শক্তিকে ই ঘড়িতে ব্যাবহার করা হয় ।
স্থিতিশক্তির পরিমাপ
মনে করি, m ভরের কোনো বস্তুকে পৃথিবীপৃষ্ট থেকে h উচ্চতাই তোলা হল । বস্তুটির ওপর ক্রিয়াশীল বল = বস্তুর ওজন = mg
এই বলের বিরুদ্ধে বস্তুটিকে h উচ্চতাই তোলার জন্য কৃতকার্য = বল × সরণ = mg × h
এই কৃতকার্য বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে ।
আরও পড়ুন –