হ্যালো বন্ধুরা, আজকে আমরা জৈব অ্যাসিড ও অজৈব অ্যাসিড এর মধ্যে পার্থক্য নিয়ে এই পোস্ট এ বিস্তারিত ভাবে আলোচনা করছি । এর আগের পোস্ট এ আমরা ‘তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও‘ এই নিয়ে আলোচনা করেছিলাম । পোস্ট টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পোস্ট টি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

কিন্তু পার্থক্যে যাওয়ার আগে জৈব অ্যাসিড ও অজৈব অ্যাসিড সম্পর্কে কিছু জেনে নিই ।
জৈব অ্যাসিড কাকে বলে?
যেসকল জৈব যৌগে অম্লীয় বৈশিষ্ট্য বিদ্যমান তাদের জৈব অ্যাসিড বলে । জৈব অ্যাসিড হল হল দুর্বল অ্যাসিড । যেমন – অ্যাসিটিক অ্যাসিড
অজৈব অ্যাসিড কাকে বলে
যেসব অজৈব যৌগ এর জলীয় দ্রবণ H+ আয়ন দেয় তাদের অজৈব অ্যাসিড বলে। অজৈব অ্যাসিড হল অপেক্ষাকৃত শক্তিশালী অ্যাসিড । যেমন – সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ।
জৈব অ্যাসিড ও অজৈব অ্যাসিড এর মধ্যে পার্থক্য
জৈব অ্যাসিড | অজৈব অ্যাসিড |
---|---|
জৈব অ্যাসিড জলে দ্রবণীয় নয় | অজৈব অ্যাসিড জলে দ্রবণীয় |
অপেক্ষাকৃত দুর্বল অ্যাসিড | জৈব অ্যাসিড অপেক্ষা বেশী শক্তিশালী |
জৈব অ্যাসিডে কার্বনের উপস্থিতি থাকে | অজৈব অ্যাসিডে কার্বনের উপস্থিতি থাকতেও পারে আবার নাও পারে |
জৈব অ্যাসিড হল অম্লীয় বৈশিষ্ট্যযুক্ত জৈব যৌগ। | অজৈব অ্যাসিড হল অম্লীয় বৈশিষ্ট্যযুক্ত জৈব যৌগ। |
আরও পড়ুন –
ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট এর মধ্যে পার্থক্য