হ্যালো বন্ধুরা, আজকে আমরা তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য কি কি তা নিয়ে আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করছি । মাধ্যমিক স্তরের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটি পরীক্ষাতে প্রায়ই এসে থাকে তাই প্রশ্নটি মন দিয়ে পড়ুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন ।

এর আগের পোস্টে আমরা লেন্স সম্পর্কিত সমস্ত প্রশ্ন ও উত্তর গুলি আলোচনা করেছিলাম ।
তড়িৎচালক বল কাকে বলে?
মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরু ধনাত্মক ও ঋণাত্মক মেরুর মধ্যেকার বিভব পার্থক্য কে তড়িৎচালক বল বলে ।
বিভবপ্রভেদ কাকে বলে?
আবদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যের মানকে বিভবপ্রভেদ বলে ।
তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য
তড়িৎচালক বল অ বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্য গুলি হল নিম্নরূপ-
মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরু ধনাত্মক ও ঋণাত্মক মেরুর মধ্যেকার বিভব পার্থক্য কে তড়িৎচালক বল বলে । | আবদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যের মানকে বিভবপ্রভেদ বলে । |
তড়িৎচালক বল পোটেনশিওমিটার এর সাহায্যে মাপা হয় | বিভব প্রভেদ ভোল্ট মিটার এর সাহায্যে মাপা হয় |
তড়িৎচালক বল হল বিভব প্রভেদ এর কারণ | বিভব প্রভেদ হল তড়িৎচালক বলের ফল |
তড়িৎচালক বলের মান বিভদ প্রভেদ অপেক্ষা সর্বদাই বেশী হয় | বিভদ প্রভেদ এর মান তড়িৎচালক বল অপেক্ষা সর্বদাই কম ই হয় |
তড়িৎ চালক বলের S.I একক হল ভোল্ট | বিভব পার্থক্যের S.I একক হল কুলম্ব |
তড়িৎ চালক বল বর্তনীর রোধের ওপর নির্ভর করে না | বর্তনীর দুই বিন্দুর মধ্যেকার বিভব প্রভেদ ওই দুই বিন্দুর রোধের ওপর নির্ভর করে |
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর-
তড়িৎপ্রবাহ মাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর- তড়িৎপ্রবাহ মাত্রা মাপা হয় আম্যোমিটার যন্ত্রের সাহায্যে ।
তড়িৎপ্রবাহ মাত্রা কাকে বলে?
পরিবাহীর যেকোন প্রস্থছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর প্রবাহমাত্রা বলে ।
একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত?
একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম হওয়া উচিত ।
তড়িৎ প্রবাহ মাত্রার cgs একক কি?
তড়িৎ প্রবাহমাত্রার CGS একক হল ইলেক্ট্রোম্যাগনেটিক ইউনিট ।
তড়িৎ প্রবাহ কি রাশি?
তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি । কারণ তড়িৎ প্রবাহ কে মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় ।
তড়িৎ প্রবাহের S.I একক কি?
তড়িৎ প্রবাহের S.I একক হল অ্যাম্পিয়ার ।
তড়িৎ বর্তনী কাকে বলে?
তড়িৎ বর্তনী হল এমন একটি পথ যা দিয়ে তড়িৎ প্রবাহিত হয় ।
আরও পড়ুন-
ওয়াট কাকে বলে? ওয়াট কিসের একক?
তড়িৎ আধান কাকে বলে । তড়িৎ আধান কয় প্রকার ও কি কি
বাষ্পায়ন ও স্ফুটন এর পার্থক্য গুলি আলোচনা কর
আজকের এই পোস্টে আমরা তড়িৎ চালক বল ও বিভব প্রভেদ এর পার্থক্য নিয়ে আলোচনা করলাম । তাঁর সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও আলোচনা করলাম আশা করি উত্তরগুলি তোমাদের অনেক কাজে লাগবে ।