নমস্কার বন্ধুরা, আজকে আমরা ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি ।

ত্রিভুজ কাকে বলে
তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে। ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ রয়েছে । যেকোনো দুটি বাহুর সাধারণ সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে ।
ত্রিভুজের প্রকারভেদ
বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার –
সমদ্ধিবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের জে-কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্ধিবাহু ত্রিভুজ বলে । সমদ্ধিবাহু ত্রিভুজের শীর্ষকোণ ৯০ ডিগ্রি হলে অপর সমান দুইটি বিপরীত কোণ ৪৫ ডিগ্রি করে হবে । সমদ্ধিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটি সমান হয় ।
সমবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে । সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান ৬০ ডিগ্রি করে হয় ।
বিষমবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকমের হয় অর্থাৎ প্রত্যেকটি বাহুই অসমান থাকে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে ।
কোণভেদে ত্রিভুজ তিন প্রকার –
সমকোণ – যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রি তাকে সমকোণ বলে ।
সূক্ষ্মকোণ – এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে ।
স্থূলকোণ – এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে ।
সরলকোণ – দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা ১৮০ ডিগ্রী।
আরও পড়ুন – সংকট কোণ কাকে বলে ? বিভিন্ন কোণ এর পরিচয়