হ্যালো বন্ধুরা, আজকে আমরা ধমনি ও শিরার মধ্যে পার্থক্য কি কি তা সম্পর্কে আলোচনা করছি । এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষাতে প্রায়ই এসে থাকে ।

ধমনি কাকে বলে
যেসব রক্তনালীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারাদেহে বাহিত হয় তাকে ধমনি বলে ।
শিরা কাকে বলে
দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তবাহী নালী হূদযন্ত্রের থেকে সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে তাদেরকে শিরা বলে।
ধমনি ও শিরার মধ্যে পার্থক্য
ধমনি | শিরা |
---|---|
যেসব রক্তনালীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারাদেহে বাহিত হয় তাকে ধমনি বলে । | দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তবাহী নালী হূদযন্ত্রের থেকে সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে তাদেরকে শিরা বলে । |
ধমনি হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে কৈশিকনালিতে শেষ হয় | শিরা কৈশিকনালিতে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে শেষ হয় |
ধমনির কপাটিকা থাকে না | শিরার কপাটিকা থাকে |
ধমনীর গহ্বর ছোট | শিরার গহ্বর বড় |
অক্সিজেনের পরিমাণ বেশী থাকে | অক্সিজেনের পরিমাণ কম থাকে |
O2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে | CO2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে |
ধমনী ও শিরার পার্থক্য টি আশা করি আপনাদের খুব কাজে লাগবে । এরকম আরও পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করুন ।
আরও পড়ুন –
অ্যাক্সন কাকে বলে ও ডেনড্রন কাকে বলে?
অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য আলোচনা কর