হ্যালো বন্ধুরা, আজকে আমরা ধান গাছ ও মটর গাছের পার্থক্য নিয়ে আলোচনা করছি । প্রশ্নটি জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই প্রশ্নের উত্তরটি মন দিয়ে পড়ুন এবং খাতায় লিখে রাখুন । যেহেতু এটি একটি খুব ভালো প্রশ্ন তাই তোমাদের সকলকেই এই প্রশ্নের উত্তরটি জানা দরকার । তাই আর সময় নষ্ট না করে নীচে দেওয়া পার্থক্যটি দেখে নিন ।

ধান গাছ ও মটর গাছের মধ্যে পার্থক্য
ধান গাছ | মটর গাছ |
---|---|
১) ধান গাছের মূল অস্থানিক এবং গুচ্ছমূল প্রকৃতির । | ১) মটর গাছের মূল স্থানিক এবং শাখা-প্রশাখা যুক্ত । |
২) ধান গাছে বৃত্তি ও দল থাকে না । | ২) মটর গাছে বৃত্তি পাঁচটি বৃত্যাংশ নিয়ে গঠিত । |
৩) পর্ব ও পর্বমধ্য যুক্ত, কাণ্ড বেলনাকার প্রকৃতির, পর্বমধ্য ফাঁপা এবং কাণ্ড নিরেট প্রকৃতির । | ৩) পর্ব ও পর্বমধ্যযুক্ত, দুর্বল কাণ্ডবিশিষ্ট, শাখ প্রশাখা যুক্ত ও বিরুৎ শ্রেণীর । |
৪) ফুল উভয়লিঙ্গ, অসমাঙ্গ, লেমা ও পেলিয়া দিয়ে আবৃত । | ৪) ফুল অসমাঙ্গ, উভয়লিঙ্গ এবং উজ্জ্বল বর্ণ প্রকৃতির । |
৫) ফল ক্যারিওপসিস প্রকৃতির । | ৫) ফল শুষ্ক বিদারী ও লেগিউম প্রকৃতির । |
৬) ধান গাছে দলমন্ডল থাকে না । | ৬) দলমণ্ডল পাঁচটি যথা- একটি ধ্বজা, প্রজাপতিসম, দুটি নৌকা ও দুটি পক্ষ নিয়ে গঠিত । |
৭) বীজ একবীজপত্রী সস্যল প্রকৃতির | ৭) বীজ দ্বিবীজপত্রী ও অসস্যল প্রকৃতির |
অর্থাৎ-
১) অর্থাৎ ধান গাছের মূল অস্থানিক এবং মটর গাছের মূল স্থানিক ।
২) ধান গাছে বৃত্যাংশ থাকে না কিন্তু মটর গাছ বৃত্যাংশ যুক্ত ।
৩) ধান গাছ সস্যল প্রকৃতির এবং মটর গাছ অসস্যল প্রকৃতির ।
৪) ধান গাছের পাতা একক পত্র, সরল, বিন্যস্ত, রেখাকার ও সমান্তরাল ও শিরাবিন্যাস যুক্ত এবং মটর গাছের পাতা পক্ষল যৌগপত্র এবং শিরবিন্যাস জালিকাকার ।
মহাকাশযানে ক্লোরেল্লা উদ্ভিদ রাখা হয় কেন?
ক্লোরেল্লা সালোকসংশ্লেষের সময় পরিবেশ থেকে খুব বেশী পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং একই পরিমাণে অক্সিজেন পরিবেশ থেকে নির্গত করে । ফলে মহাকাশযানের ভেতর কার্বন-ডাই-অক্সাইড এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং বায়ুদূষণ রোধ হয় । ফলে মহাকাশযানে অক্সিজেন এর সরবরাহ অব্যাহত রাখতে ক্লোরেল্লা উদ্ভিদ রাখা হয় ।
সালোকসংশ্লেষ কি ধরণের বিপাকক্রিয়া এবং কেন?
সালোকসংশ্লেষ একধরনের উপচিতিমূলক বিপাক ক্রিয়া ।
সালোকসংশ্লেষ কে উপচিতি মূলক বিপাক ক্রিয়া বলা হয় কারণ- ১) সরল যৌগ জল ও কার্বন-ডাই-অক্সাইডের রাসায়ানিক বিক্রিয়ায় জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন হয় । ২) যার ফলে উদ্ভিদদেহের প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায় ।
ক্লোরোসিস কি?
নাইট্রোজেন, লোহা কিংবা ম্যাগনেসিয়াম এর অভাবে পাতায় ক্লোরোফিল গঠনে ব্যাঘ্যাত ঘটে, যার ফলে পাতা হলুদ ও বিবর্ণ হয়ে যায় । এই ধরণের রোগটিকে ক্লোরোসিস বলা হয় ।
আরও পড়ুন-
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? গঠন ও কাজ বর্ণনা কর?
ইন সিটু সংরক্ষণ কি? ইন সিটু সংরক্ষণের গুরুত্ব
ট্রাকিড ও ট্রাকিয়ার মধ্যে পার্থক্য কি কি
আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য আলোচনা কর
ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট এর মধ্যে পার্থক্য
আজকের এই পোস্টে আমরা ধান গাছ ও মটর গাছের মধ্যে পার্থক্য, মহাকাশযানে ক্লোরোফিল উদ্ভিদ রাখা হয় কেন, সালোকসংশ্লেষ কি ধরণের বিপাক ক্রিয়া এবং কেন, ক্লোরোসিস কি এই সব প্রশ্নের উত্তরগুলি আজকের এই পোস্টে আমরা আলোচনা করলাম । আশা করি পোস্ট টি তোমাদের ভালো লেগেছে । আমাদের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নের উত্তর আলোচনা করা হয় ।