হ্যালো, বন্ধুরা আজকে আমরা ধ্বনি কাকে বলে এবং ধ্বনি কয় প্রকার ও কি কি তা নিয়ে আলোচনা করছি ।

ধ্বনি কাকে বলে
মনের ভাব প্রকাশ করার জন্য আমরা মুখ থেকে যে শব্দ বার করি তাই হল ধ্বনি । ধ্বনি একত্রে মিলিত হয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে ।
যেমন – কলা শব্দটি ভাঙালে ( ক+অ+ল+আ) ক,অ,ল,আ এই ধ্বনিগুলো পাই।
ধ্বনি কয় প্রকার ও কি কি
ধ্বনি ২ প্রকার – ১) স্বরধ্বনি এবং ২) ব্যাঞ্জনধ্বনি
স্বরধ্বনি কাকে বলে?
যেসকল ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোথাও কোন প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি বলে । যেমন – অ , আ, ই, ঈ
ব্যাঞ্জনধ্বনি কাকে বলে?
যেসকল ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোথাও না কোথাও কোন প্রকার বাধা পায় , তাদেরকে বলা হয় স্বরধ্বনি বলে । যেমন – ক, খ, গ, ঘ ইত্যাদি ।
বর্ণ কাকে বলে?
মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে ।
বর্ণ কয় প্রকার ও কি কি
বর্ণ ২ প্রকার । স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ ।
আরও পড়ুন –
নানা রঙের দিন নাটকে কালীনাথ চরিত্রটি ব্যাখ্যা করো
নানা রঙের দিন নাটক প্রশ্ন ও উত্তর (MCQ & SAQ) ছোট ও বড়
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে প্রশ্ন উত্তর (একাদশ শ্রেণী)