নুন জয় গোস্বামী কবিতা MCQ

১) “নুন কবিতাটি কার লেখা” ?
নুন কবিতাটি লেখক জয় গোস্বামী এর লেখা ।
২) “চলে যায় দিন আমাদের”- দিন কীভাবে চলে যায়?
নুন কবিতা টিতে বক্তার দিন চলে যায় অসুখে এবং ধারদেনাতে, আর রাত্তিরে গঞ্জিকা সেবনের মধ্য দিয়ে।
৩) “বাপব্যাটা দু’ভাই মিলে সারা পাড়া মাথায় করি”- কেন তাদের এমন ব্যবহার?
গভীর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকুও পাওয়া যায় না তখন রাগ অনিয়ন্ত্রিত হয়ে বাপব্যাটা সারা পাড়া মাথায় করে।
৪) কবি এই কবিতায় কেন গরিব মানুষের কেবল নুনের চাহিদাকেই তুলে ধরেছেন কেন?
জয় গােস্বামী তার নুন কবিতায় গরিব মানুষের কেবল নুনের চাহিদাকেই তুলে ধরেছেন, কারণ ভাতের সঙ্গে শুধুমাত্র নুনের সংস্থান হলেই গরিবের সুখে দিন চলে যায়।
৫) “করি তাে কার তাতে কী”—একথা বলার কারণ কী?
গরিব মানুষের অনিয়মিত অশান্তিময় অভাবী জীবন থেকে জন্ম নেওয়া অসংযম এবং অশালীন ঔদ্ধত্যের প্রকাশ ফুটে উঠেছে আলােচ্য উদ্ধৃতিটিতে।
৬) খেতে বসে বক্তার রাগের কারণ কী ছিল?
খেতে বসে বক্তার নুন না জুটলে রেগে যেত ।
৭) ‘নুন’ কবিতায় বক্তা গােলাপচারা কিনে এনে কী ভাবেন?
নুন কবিতায় বক্তা গােলাপচারা কিনে এনে ভাবেন যে, সেটি কোথায় পুঁতবেন বা তাতে আদৌ ফুল হবে কি না।
৮) ‘নুন’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে ?
নুন কবিতাটি ‘ভুতুমভগবান’ কাব্য থেকে নেওয়া হয়েছে ।
৯) ‘নুন নেই ঠাণ্ডা ভাতে’ জীবনের কোন সত্যকে স্পষ্ট করে?
নুন নেই ঠাণ্ডা ভাতে কথাটির দ্বারা নিম্নবিত্ত মানুষদের জীবনের দারিদ্র্য আর অসহায়তার কথা বলা হয়েছে।
১০) নুন কবিতাই, মাঝে মাঝে এদের দিন চলে না কেন?
জয় গােস্বামীর নুন’ কবিতায় দেখা যায়, মাঝে মাঝে নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের অর্থের অভাবে দিন চলে না।
১১) এখানে শুকনাে ভাতের কথা বলা হয়েছে কেন?
জয় গােস্বামীর ‘নুন’ কবিতায় শুকনাে ভাতের কথা বলা হয়েছে কারণ পব্যঞ্জনে সজ্জিত অন্ন গরিবের কাছে স্বপ্নের অতীত।
আরও পড়ুন –
কর্তার ভূত গল্পের নামকরণের সার্থকতা
‘কে বাঁচায়, কে বাঁচে’ ছোট গল্পের নিখিল চরিত্রটি পর্যালোচনা করাে।
“কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা, ভূতকে মানলে কোনাে ভাবনাই নেই;”