আজকে আমরা, নেফ্রন ও নিউরনের মধ্যে পার্থক্য গুলি কি কি তা নিয়ে আলোচনা করছি ।
নেফ্রন কাকে বলে ?
বৃক্কের গঠনগত ও কার্যগত একক কে নেফ্রন বলে । নেফ্রন প্রধানত ম্যালপিজিয়াম করপাসল এবং বৃক্কীয় নালিকা নিয়ে গড়ে ওঠে । প্রতিটি মানব বৃক্কে প্রায় দশ লক্ষ করে নেফ্রন থাকে । মুত্র তৈরিতে নেফ্রন প্রধান ভূমিকা নিয়ে থাকে ।
নিউরন কাকে বলে ?
স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরন বলে । মানবদেহের মস্তিষ্ক কোটি কোটি নিউরন দ্বারা গঠিত ।

নেফ্রন ও নিউরনের মধ্যে পার্থক্য
নিউরন | নেফ্রন |
---|---|
নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক | নেফ্রন বৃক্কের গঠনগত ও কার্যগত একক |
ডেনড্রাইট ও অ্যাক্সন এর সমন্বয়ে নিউরন গঠিত | নেফ্রন রেনাল করপাসল ও রেনাল টিউব্যুলের সমন্বয়ে গঠিত |
নিউরন দেহের সর্বত্রয় বিদ্যমান | নেফ্রন শুধুমাত্র বৃক্কে বিদ্যমান |
এক্টোডার্ম থেকে নিউরন তৈরি হয় | মেসােডার্ম থেকে নেফ্রন উৎপন্ন হয় |
নিউরন উদ্দীপনা বহন করে | নেফ্রন রক্ত পরিশোধন করে এবং মুত্র তৈরি করে |
নিউরন প্রধানত তিন প্রকার, যথা- সংবেদী স্নায়ু, মোটর স্নায়ু ও স্বয়ংক্রিয় স্নায়ু | নেফ্রন প্রধানত দুই প্রকার, যথা- কর্টিকাল নেফ্রন ও জাক্সট্রামেডুলারি নেফ্রন |
নিউরনের অ্যাক্সনে মায়েলিন স্তর থাকে, যা তড়িৎসংকেত প্রেরণে সাহায্য করে | নেফ্রনে মায়েলিন স্তর থাকে না |
নিউরন স্নায়ুতাড়না ও উদ্দীপনার সাথে সম্পর্কিত | নেফ্রন স্নায়ুতাড়না ও উদ্দীপনার সাথে সম্পর্কিত নয় |
নিউরন চিত্র
সোয়ান কোষ কাকে বলে ?
নিউরিলেমার মধ্যে বিশেষ ধরনের নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার কোষ দেখা যায়, এদেরকে স্বোয়ান কোষ বলে ।
অ্যাক্সন হিলক কাকে বলে ?
কোষদেহের যে অংশ থেকে অ্যাক্সন সৃষ্টি হয়, তাকে অ্যাক্সন হিলক্ বলে ।
নিউরিলেমা কাকে বলে ?
মায়োলিন সিদের ওপরের আবরণকে নিউরিলেমা বলে ।
অ্যাক্সন এর কাজ কি ?
উদ্দীপনা পরিবহন করে এবং স্নায়ুসন্নিধির মাধ্যমে স্নায়ু-উদ্দীপনাকে পেশি বা অন্য কোনও নিউরোনে প্রেরণ করতে সাহায্য করে ।
আরও পড়ুন –