পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য গুলি কি কি তা নিয়ে নীচে আলোচনা করা হল –
পরমাণু কাকে বলে ?
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। এরা স্বাধীন অবস্থায় থাকতে পারে না। দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠন করে।
আয়ন কাকে বলে ?
রাসায়নিক বিক্রিয়ার সময় যে সব পরমাণু বা পরমাণুগুচ্ছ (মূলক) এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক চার্জগ্রস্থ হয়, তাকে আয়ন বলে।
পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য
পরমাণু | আয়ন |
---|---|
১) পরমাণু তড়িৎ নিরপেক্ষ | আয়ন ধনাত্মক অথবা ঋণাত্মক তড়িৎগ্রস্থ কণা |
২) তড়িৎ বিশ্লেষণের সময় পরমাণু তড়িৎ পরিবহন করে না । | তড়িৎ বিশ্লেষণের সময় আয়ন তড়িৎ পরিবহন করে |
৩) পরমাণুর যোজনী শূন্য হতে পারে | আয়নের যোজনী শূন্য হয় না |
৪) আয়নের চেয়ে পরমাণু কম সুস্থিত | ৪) পরমাণুর চেয়ে আয়ন বেশি সুস্থিত |
৫) জলীয় দ্রবণে পরমাণুর স্বাধীন সত্তা থাকতেও পারে আবার নাও পারে | ৫) জলীয় দ্রবণে আয়নের স্বাধীন সত্তা থাকে |
৬) পরমাণু সমূহ আয়নীয় ও সমযোজী বন্ধন গঠন করতে পারে | আয়ন সমূহ কেবল আয়নীয় বন্ধন ই তৈরী করে |
৭) পরমাণু আধান নিরপেক্ষ হয় | আয়ন ধনাত্মক ও ঋণাত্মক চার্জিত হয় |
Read More : জারণ ও বিজারণ কাকে বলে
পরমাণুর বৈশিষ্ট্য –
- পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়
- পরমাণু সমূহ আয়নীয় ও সমযোজী বন্ধন গঠন করতে পারে
- তড়িৎ বিশ্লেষণের সময় পরমাণু তড়িৎ পরিবহন করে না
আয়নের বৈশিষ্ট্য
- আয়ন ধনাত্মক অথবা ঋণাত্মক তড়িৎগ্রস্থ কণা
- আয়নের যোজনী শূন্য হয় না
- তড়িৎ বিশ্লেষণের সময় পরমাণু তড়িৎ পরিবহন করে না
সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনা করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন