হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রতিবিম্ব কাকে বলে এবং প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি এবং সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্ব এর মধ্যে পার্থক্য কি কি তা নিয়ে আলোচনা করছি ।

প্রতিবিম্ব কাকে বলে?
কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি?
প্রতিবিম্ব দুই প্রকার ১) সদ প্রতিবিম্ব ২) অসদ প্রতিবিম্ব
সদ প্রতিবিম্ব কাকে বলে?
কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশিগুচ্ছ প্রতিফলত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হলে সদ বিম্ব গঠিত হয়।
অসদ প্রতিবিম্ব কাকে বলে?
কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশিগুচ্ছ প্রতিফলত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন তাকে অসদ প্রতিবিম্ব বলে ।
সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্ব এর মধ্যে পার্থক্য কি কি?
সদ প্রতিবিম্ব | অসদ প্রতিবিম্ব |
---|---|
কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশিগুচ্ছ প্রতিফলত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হলে সদ বিম্ব গঠিত হয় | কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশিগুচ্ছ প্রতিফলত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন তাকে অসদ প্রতিবিম্ব বলে |
একটি লেন্স বা দর্পণ দ্বারা উৎপন্ন সদবিম্ব বস্তুর সাপেক্ষে উল্টানো হয় | একটি লেন্স বা দর্পণ দ্বারা উৎপন্ন অসদবিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হয় |
সদ বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায় | অসদ বিম্ব চোখে ফেলা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না |
প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির অভিসারী বিন্দুতে অর্থাৎ রশ্মিদ্বয়ের প্রকৃত মিলনের ফলে সদ বিম্ব গঠিত হয় | প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির অপসারী বিন্দুতে অসদ বিম্ব গঠিত হয় |
সদ বিম্ব অবতল ও উত্তল লেন্সে উৎপন্ন হয় | অসদ বিন্দু সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয় |
আশা করি প্রতিবিম্ব সম্পর্কে সমস্ত উত্তর আপনারা পেয়ে গেলেন । আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নীচে কমেন্ট করুন ।
আরও পড়ুন –
ব্যাপন ও নিঃসরণ এর মধ্যে পার্থক্য কি কি ?