হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে এই প্রশ্নের উত্তরটি আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করছি । এই প্রশ্নটি জীবনবিজ্ঞান এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষাতে প্রায়ই এই প্রশ্নটি এসে থাকে তাই প্রশ্নটি মন দিয়ে পড়ুন এবং খাতায় লিখে রাখুন ।

প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে?
যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি দুটি অংশে বিভক্ত হয় এবং নতুন অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে ।
অ্যামাইটোসিস কোষ বিভাজন কেই প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় ।
মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে?
যে কোশ বিভাজন প্রক্রিয়ায় যৌন জনন কারী জীবের একটি ডিপ্লয়েড জনন কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয় তাকে মিয়োসিস কোশ বিভাজন বলে ।
মিয়োসিস কে হ্রাস বিভাজন বলা হয় কেন?
মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবের একটি ডিপ্লয়েড জনন কোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি করে । এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রত্যেকটি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় । এই কারণে মিয়োসিস কোষ বিভাজন কে হ্রাসমূলক বিভাজন বলা হয় ।
মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য
মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নিম্নরূপ-
১) মিয়োসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে ঘটে থাকে ।
২) মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় ।
৩) অপত্য কোষ জীবের যৌন জননে অংশ নেয় ।
৪) মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে ।
আরও পড়ুন-
ক্লোরোপ্লাস্ট এর গঠন ও কাজ বর্ণনা কর
পরিপাকে খুদ্রান্তের ভূমিকা বর্ণনা কর
কোষচক্র কাকে বলে? | অপত্য কোষ কাকে বলে?
ট্রাকিড ও ট্রাকিয়ার মধ্যে পার্থক্য কি কি
রক্তকণিকা কাকে বলে? রক্ত কণিকা কয় প্রকার ও কি কি ?
জৈব অ্যাসিড ও অজৈব অ্যাসিড এর মধ্যে পার্থক্য আলোচনা কর?
অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে | অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কি
আজকের এই পোস্টে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে, মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে, মিয়োসিস কে হ্রাস বিভাজন, মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য এই প্রশ্নের উত্তরগুলি বিস্তারিত ভাবে আলোচনা করলাম । আশা করি পোস্ট টি তোমাদের ভালো লেগেছে । আমাদের ওয়েবসাইট এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নের উত্তর আলোচনা করা হয় । আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টি ও সাবস্ক্রাইব করে নিতে পারেন ।