হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রত্যয় কাকে বলে এবং প্রত্যয় কয় প্রকার ও কি কি তা নিয়ে বিস্তারিত এই পোস্ট এ আলোচনা করছি । প্রত্যয় কাকে বলে এটা ব্যাকরণ এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই উত্তরটি মন দিয়ে পড়ুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন ।

এর আগের পোস্ট এ আমরা বিভক্তি কাকে বলে? বিভক্তি কয় প্রকার ও কি কি? তা নিয়ে আলোচনা করেছিলাম ।
প্রত্যয় কাকে বলে
ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে যে বর্ণ বা বর্ণসমষ্টি নতুন শব্দ গঠন করে, সেই বর্ণ বা বর্ণসমষ্টিকে প্রত্যয় বলে ।
উদাহরণ- চল+অন্ত = চলন্ত, পঠ+অক = পাঠক
প্রত্যয় কত প্রকার ও কি কি?
প্রত্যয় দুই প্রকার – ১) কৃৎ প্রত্যয় ২) তদ্ধিত প্রত্যয় ।
কৃৎ প্রত্যয় কাকে বলে
ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয় তাকে কৃৎপ্রত্যয় বলে ।
উদাহরণ- ধু+আ= ধোয়া
তদ্ধিত প্রত্যয় কাকে বলে
শব্দমূল বা নামশব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয় তাকে তদ্বিত প্রত্যয় বলে ।
উদাহরণ- ঢাকা+আই = ঢাকাই
আরও পড়ুন-