হ্যালো, বন্ধুরা আজকে আমরা প্লাস্টিড কাকে বলে এবং প্লাস্টিড এর গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করছি ।

প্লাস্টিড কাকে বলে
উদ্ভিদ কোষে অবস্থিত দুটি পর্দা পরিবেষ্টিত এবং বিশেষ বিপাকীয় কাজে লিপ্ত অঙ্গাণুকে প্লাস্টিড বলে।
প্লাস্টিড এর কাজ কি
প্লাস্টিড এর কাজ হল – খাদ্য প্রস্তুত করা ও খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদদেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা ।
প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্ট এর কাজ হল উদ্ভিদকে বর্ণময় এবং আকর্ষনীয় করে তোলা।
ফটোফসফোরাইলেশান ও ফটোরেস্পিরেশন এ সহায়তা করে।
প্লাস্টিড কয় প্রকার ও কি কি
প্লাস্টিড এর শ্রেণীবিভাগ কে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় – ১) লিউকোপ্লাস্ট ২) ক্রোমোপ্লাস্ট ৩) ক্লোরোপ্লাস্ট
প্লাস্টিডের গঠন বা উৎপত্তি
ব্যাকটেরিয়া, ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতি উদ্ভিদ ছাড়া অন্য সব ধরনের উদ্ভিদের কোষে প্লাস্টিড থাকে। বিভিন্ন উদ্ভিদে এদের আকৃতি বিভিন্ন ধরনের হয় এবং ভিন্ন ভিন্ন কোষে এরা ভিন্ন ভিন্ন সংখ্যায় থাকে।
প্লাস্টিড রাশিযুক্ত,জালিকাকার, সর্পিলাকার, লাটিমের মত প্রভৃতি আকৃতির হয়।
লিউকোপ্লাস্ট কাকে বলে?
রঞ্জকবিহীন বর্ণহীন প্লাস্টিড যা উদ্ভিদের বিভিন্ন বিপাকে অংশ নেয় তাদের লিউকোপ্লাস্ট বলে ।
এতে কোনো রঞ্জক থাকে না সূর্যের আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে অথবা ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে ।
ক্রোমোপ্লাস্ট কাকে বলে
অসবুজ রঙিন প্লাস্টিড যারা উদ্ভিদের নানা ধরনের কাজে সাহায্য করে তাদের ক্রোমোপ্লাস্ট বলে।
ক্লোরোপ্লাস্ট কাকে বলে
সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিড যারা সালোকসংশ্লেষে সরাসরি অংশ নেয় তাদের ক্লোরোপ্লাস্ট বলে।
আরও পড়ুন –
সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ারের পার্থক্য কি কি?