হ্যালো, বন্ধুরা আজকে আমরা বস্তুর ভর বা ওজনের মধ্যে পার্থক্য কি কি তা নিয়ে আলোচনা করছি ।

বস্তুর ভর বা ওজনের মধ্যে পার্থক্য
ভর | ওজন |
---|---|
বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলে | কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে |
ভর একটি স্কেলার রাশি | ওজন একটি ভেক্টর রাশি |
SI পদ্ধতিতে ভরের একক কেজি | SI পদ্ধতিতে ওজন এর একক নিউটন |
ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে | ওজন মাপা হয় স্প্রিং তুলার সাহায্যে |
বস্তুর ভর ও ওজনের উপর নির্ভরশীল নয় | বস্তুর ওজন ভরের উপর নির্ভরশীল |
ভরের একক একটি মৌলিক একক | ওজন একটি লব্ধ একক |
ওজন ও ভর একই ধরনের রাশি নয় কেন
ভর হলো কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণ। আর ওজন হলো কোন বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, সে বলের মান। পদার্থের পরিমাণ দিকের উপর নির্ভর করে না বলে ভর স্কেলার রাশি। আর বল ভেক্টর রাশি বলে ওজনও ভেক্টর রাশি। তাই ওজন ও ভর একই ধরনের রাশি নয়।
আরও পড়ুন –
বাষ্পীভবন ও স্ফুটনাঙ্ক এর মধ্যে পার্থক্য
নিউক্লিয় বল কাকে বলে | নিউক্লিয় বলের বৈশিষ্ট্য
সমযোজী ও তড়িৎযোজী বন্ধন এর পার্থক্য