হ্যালো বন্ধুরা, আজকে আমরা বিভব পার্থক্য কাকে বলে এবং বিভব পার্থক্যের একক কি তা নিয়ে এই পোস্ট এ বিস্তারিত ভাবে আলোচনা করছি । পদার্থবিজ্ঞানের এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই উত্তরটি মন দিয়ে পড়ুন এবং পারলে বন্ধুদের সাথেও ও শেয়ার করুন ।

এর আগের পোস্ট এ আমরা সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা লেখ | সাধারণ তুলাযন্ত্রের ব্যাবহার এই প্রশ্নের উত্তরটি আলোচনা করেছিলাম ।
বিভব পার্থক্য কাকে বলে?
তড়িৎ ক্ষেত্রের একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে ।

বিভব পার্থক্যের একক কি?
বিভব পার্থক্যের একক হল ভোল্ট ।
তড়িৎ বিভব কি কাজে ব্যাবহার করা হয়?
তড়িৎ বিষয়ক বিভিন্ন কাজে তড়িৎ বিভব কে ব্যাবহার করা হয় । উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে অথবা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে তড়িৎ প্রবাহ করতে হলে বিভব পার্থক্যের মাধ্যমেই তা ঘটাতে হবে ।
তড়িৎ বিভবের মাত্রা
তড়িৎ বিভবের মাত্রা হল [ML²T–³I–¹] ।
তড়িৎ বিভব কি জাতীয় রাশি
কার্য ও আধান উভয়েই স্কেলার রাশি, সেক্ষেত্রে তড়িৎ বিভব ও স্কেলার রাশি ।
পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন?
পৃথিবী অতি বড় একটি ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার তাই পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়।
আরও পড়ুন-
সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা লেখ | সাধারণ তুলাযন্ত্রের ব্যাবহার