নমস্কার, আজকে আমরা, বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য , বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি ।

বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য
বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য গুলি কি কি তা নিচে আলোচনা করা হল –
বেগ | দ্রুতি |
---|---|
বেগ একটি ভেক্টর রাশি | দ্রুতি একটি স্কেলার রাশি |
নিদিষ্ট দিকে কোন বস্তুর অবস্তার পরিবর্তনের হারকে বেগ বলে | সরল ও বক্রপথে চলমান বস্তুর অবস্তার পরিবর্তনের হারকে দ্রুতি বলে |
বেগের মানেই দ্রুতি | নিদিষ্ট দিকে দ্রুতিই বেগ |
মান ও দিক উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন ঘটে | মানের পরিবর্তনে দ্রুতির পরিবর্তন ঘটে |
বেগের যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় না | দ্রুতির যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় |
বেগ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে | দ্রুতি সর্বদা ধনাত্মক |
স্পিডোমিটার দ্বারা দ্রুতি পরিমাপ করা হয় | ভেলাটোমিটার দ্বারা বেগ পরিমাপ করা হয় |
বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য
বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য গুলি নীচে আলোচনা করা হল –
বেগ | ত্বরণ |
---|---|
একক সময়ে সরণের হারকে বেগ বলে | একক সময়ে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে |
বেগের মাত্রা [MLT−1] | ত্বরণের মাত্রা [MLT−2] |
বেগের একক S.I. পদ্ধতিতে মিটার/সেকেন্ড | ত্বরণের একক S.I. পদ্ধতিতে মিটার/সেকেন্ড^2 |
গতিহীন বস্তুর বেগ শূন্য হয় | বস্তুর বেগ শূন্য হলেও বস্তুর উপর ত্বরণ কার্যকর হতে পারে |
বেগের একক ms- 1 | ত্বরনের একক ms- 2 |
মিশ্র গতি বা জটিল গতি কাকে বলে ?
কোনো বস্তু যদি এমনভাবে গতিশীল হয় যে, বস্তুর গতি বিশুদ্ধ চলন গতি বা ঘূর্ণন গতি নয় কিন্তু উভয় গতির সমন্বয়, তাহলে বস্তুর এরূপ গতিকে মিশ্র গতি বা জটিল গতি বলে ।
আরও পড়ুন –
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখ