বন্ধুরা, আজকে আমরা ব্যাপন ও নিঃসরণ এর মধ্যে পার্থক্য কি কি তা নিয়ে আলোচনা করছি ।

ব্যাপন ও নিঃসরণ এর মধ্যে পার্থক্য
ব্যাপন | নিঃসরণ |
---|---|
ব্যাপন একটি ধীর প্রক্রিয়া | নিঃসরণ একটি দ্রুত প্রক্রিয়া |
ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া | নিঃসরণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয় |
ব্যাপন এর ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই | নিঃসরণ এর ক্ষেত্রে চাপের প্রভাব আছে |
কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পরার প্রক্রিয়াকে ব্যাপন বলে। | সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চ চপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। |
ব্যাপনের মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সবদিকে ছড়িয়ে পরে। | নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ সরু ছিদ্রপথে বের হয়ে আসে |
ব্যাপন কাকে বলে ?
কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পরার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
ব্যাপন চাপ কাকে বলে ?
ব্যাপন এ অংশগ্রহণকারী অনুগুলি যে চাপ তৈরি করে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায় সেই চাপকে ব্যাপন চাপ বলা হয়।
নিঃসরণ কাকে বলে ?
সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চ চপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
উপরের দেওয়া পার্থক্য টি ব্যাপন ও নিঃসরণ এর । ব্যাপন ও নিঃসরণ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে নীচে কমেন্ট করুন ।
ব্যাপন ও অভিস্রবন এর মধ্যে পার্থক্য
ব্যাপন | অভিস্রবন |
---|---|
কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পরার প্রক্রিয়াকে ব্যাপন বলে। | দুইটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ঠ দ্রবণ যদি একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকে , তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবক অনুর স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে। |
ভিন্নপ্রকৃতির দ্রবণের মধ্যেও ব্যাপন ঘটতে পারে। | কেবলমাত্র সমপ্রকৃতির দ্রবণের মধ্যে অভিস্রবণ ঘটে। |
ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের গতিশীল অনুকূলে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়। | অভিস্রবন প্রক্রিয়ায় দ্রাবক অনু কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। |
ব্যাপন প্রক্রিয়ায় কোন পর্দার প্রয়োজন হয়না, এটি মুক্ত অবস্থায় ঘটে। | অভিস্রবণ প্রক্রিয়া অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন হয়। |
এটি একটি ভৌত প্রক্রিয়া | এটি ভৌত প্রক্রিয়া হলেও রাসায়ানিক প্রভাব বিদ্যমান |
অভিস্রবন কাকে বলে
দুইটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ঠ দ্রবণ যদি একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকে , তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবক অনুর স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে।
অভিস্রবণ কয় প্রকার ও কি কি ?
অভিস্রবন দুই প্রকার ১) অন্তঃ অভিস্রবন ২) বহিঃ অভিস্রবন
আরও পড়ুন –
রজন কাকে বলে ? রজনের প্রকারভেদ ও ব্যাবহার ?
রক্তজালক কাকে বলে ? ফাইব্রিনোজেন কি?
নেফ্রন ও নিউরনের মধ্যে পার্থক্য কি কি ?