আজকে আমরা, ভগ্নাংশ কাকে বলে ও ভগ্নাংশ কয় প্রকার ও কি কি তা নিয়ে আলোচনা করা হল –
ভগ্নাংশ কাকে বলে
দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে ।
অন্যভাবে,
যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে।

ধরি, a ও b দুটি পূর্ণ সংখ্যা। তাহলে, a/b কে বলা হয় ভগ্নাংশ।
ভগ্নাংশ কয় প্রকার ও কি কি?
ভগ্নাংশ তিন (৩) প্রকার এর যথা – ১) প্রকৃত ভগ্নাংশ , ২) অপ্রকৃত ভগ্নাংশ ৩) মিশ্র ভগ্নাংশ
প্রকৃত ভগ্নাংশ – যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে ।
উদাহরণ – ৪/৫ , ৫/৬, ৭/১০
অপ্রকৃত ভগ্নাংশ – যে ভগ্নাংশের লব বড় ও হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে ।
উদাহরণ – ৬/৩ , ৫/২ , ১০/৭
মিশ্র ভগ্নাংশ – যে ভগ্নাংশে একটি অখণ্ড সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে অর্থাৎ যে ভগ্নাংশটি একটি অখণ্ড সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত তাকে মিশ্র ভগ্নাংশ বলে ।
লঘিষ্ঠ ভগ্নাংশ কাকে বলে ?
যে ভগ্নাংশের হর ও লবের ১ ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাকে ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলে ।
যৌগিক ভগ্নাংশ কাকে বলে ?
যে ভগ্নাংশের হর বা লব যেকোনো একটি বা উভয়ই যোগ বা বিয়োগরূপে নির্দিষ্ট কার্যবিধিতে থাকে তাকে যৌগিক ভগ্নাংশ বলে ।
আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে ?
যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক ক্রমান্বয়ে বারবার বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, তাদের আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলা হয়।
আরও পড়ুন-