হ্যালো, বন্ধুরা আজকে আমরা ভর সংখ্যা কাকে বলে এবং পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে তা নিয়ে আলোচনা করছি । এটি একটি পদার্থ বিজ্ঞান এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষাতে প্রায়ই এসে থাকে ।

ভর সংখ্যা কাকে বলে?
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয় ।
উদাহরণ – সোডিয়ামের প্রোটন সংখ্যা ১১ এবং নিউট্রন সংখ্যা ১২ টি অর্থাৎ সোডিয়ামের ভর সংখ্যা ২৩ ।
পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে
কোনাে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রােটন থাকে , সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে ।
ভর সংখ্যা সর্বদাই একটি পূর্ণ সংখ্যা হয় কেন
যেহেতু পরমাণুর প্রোটন ও নিউট্রন অবিভাজ্য, তাই প্রোটন ও নিউট্রনের সংখ্যা কখনোই ভগ্নাংশ হতে পারেনা। আর সেই কারণেই পরমাণুর ভর সংখ্যা সর্বদাই পূর্ণ সংখ্যা হবে।
আরও পড়ুন –
অক্সিজেন কি? | অক্সিজেনের ধর্ম কি কি
হিলিয়াম কি? | হিলিয়াম গ্যাসের ব্যাবহার লেখ
বস্তুর ভর বা ওজনের মধ্যে পার্থক্য কি