হ্যালো, বন্ধুরা আজকে আমরা মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন তা নিয়ে আলোচনা করছি ।

মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন
মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয় । এই প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় । যার ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় বলে এই প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে ।
মেটাফেজ কাকে বলে
মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়ে ক্রোমোজোমগুলি স্পিন্ডল এর বিষুবীয় অঞ্চলে অবস্থান করে তাকে মেটাফেজ বলে ।
মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে
মিয়োসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে ঘটে থাকে । মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ বিভক্ত হয়ে চারটি কোষ উৎপন্ন করে এবং উৎপাদিত ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়।
মিয়োসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন
মিয়োসিস কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ করেন স্ট্রাসবুর্গার ।
মিয়োসিস এর বৈশিষ্ট্য
মিয়োসিস জীবের জনন মাতৃকোষে ঘটে থাকে ।
অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় ।
অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় ।
কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় ।
রক্তকণিকা কাকে বলে? রক্ত কণিকা কয় প্রকার ও কি কি ?