হ্যালো বন্ধুরা, আজকে আমরা মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে এবং মূলদ ও অমূলদ সংখ্যার পার্থক্য কি তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করছি । আপনাদের মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে জানা খুব জরুরি তাই প্রশ্নটির উত্তরটি মন দিয়ে পড়ুন ।

এর আগের পোস্ট এ আমরা স্থূলকোণ কাকে বলে? | সমকোণ কাকে বলে? | সূক্ষ্মকোণ কাকে বলে এসব বিষয়ে আলোচনা করেছিলাম ।
মূলদ সংখ্যা কাকে বলে
যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে ।
উদাহরণ- 1/2, 1/3, 3/12
অমূলদ সংখ্যা কাকে বলে
যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে ।
22/7, 23/8
শূন্য কি মূলদ সংখ্যা
মূলদ সংখ্যা হতে গেলে সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা যেতে পারে । শূন্যকে দুটি পূর্ণসংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা যায় তাই শূন্য একটি মূলদ সংখ্যা ।
উদাহরণ- ০/৩ ।
মনে রাখুন- শূন্য একটি জোড় সংখ্যা ।
আজকের পোস্ট এ আমরা মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এবং শূন্য কি মূলদ সংখ্যা তা নিয়ে আলোচনা করলাম । আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে পোস্ট টি শেয়ার কর ।
আরও পড়ুন-
ঘনক কাকে বলে | প্রিজম কাকে বলে