হ্যালো, বন্ধুরা আজকে আমরা যকৃত কি এবং যকৃত এর কাজ কি কি তা নিয়ে আলোচনা করছি ।

যকৃত কি
যকৃত হল আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ । যকৃত কে আমরা ইংরাজি তে লিভার বলে থাকি । যকৃত এর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহয়তাকারী পিত্তরস তৈরি করে ।
যকৃত এর কাজ কি
যকৃত এর কাজ গুলি হল নিম্নরুপ –
যকৃত অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে
স্নেহ জাতীয় পদার্থ পরিপাকে সহয়তাকারী পিত্তরস তৈরী করে
দেহে কোলেস্টেরল উৎপন্ন করে
অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে পরিণত করে দেহে সঞ্চয় করে রাখতে সাহায্য় করে
প্লাজমা প্রোটিন তৈরী করে
যকৃতের ওজন কত
যকৃতের ওজন প্রায় ১.২ থেকে ১.৫ কিলোগ্রাম ।
মানুষের যকৃত কোথায় থাকে
মানুষের যকৃত বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত ।
যকৃত এর ছবি

আরও পড়ুন –
উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি?
রেচনতন্ত্র কাকে বলে? রেচনতন্ত্রের কাজ কি?