আজকে আমরা যৌন জনন ও অযৌন জনন এর পার্থক্য কি কি তা নিয়ে আলোচনা করছি
যৌন জনন কাকে বলে – যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উত্পন্ন হয় এবং দুটি যৌন জনন কোশ অর্থাৎ পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন বা নিষেকের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে । উদাহরণ – ব্যাঙ, মানুষ প্রভৃতি প্রাণী ও সপুষ্পক উদ্ভিদ যৌন জনন প্রক্রিয়ায় অপত্য জীব সৃষ্টি করে ।
অযৌন জনন কাকে বলে – যে পদ্ধতিতে কোনো কোনো পুর্নাঙ্গ জীব, নিজের দেহাংশ থেকে সমপ্রকৃতি সম্পন্ন অপত্য জীবের সৃষ্টি করে, তাকে অযৌন জনন বলে । অর্থাৎ যে জনন প্রক্রিয়ায় গ্যামোট উত্পাদন ছাড়াই সরাসরি কোশবিভাজনের মাধ্যমে অথবা ‘স্পোর’ বা রেণুর সাহায্যে সদৃশ অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলে । উদাহরণ – অ্যামিবা, ব্যাকটিরিয়া, মিউকর প্রভৃতি জীবেরা অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে ।
যৌন জনন ও অযৌন জনন এর পার্থক্য
পার্থক্যের বিষয় | যৌন জনন | অযৌন জনন |
---|---|---|
১) সংশ্লিষ্ট জীব | উন্নত উদ্ভিদ ও উন্নত প্রাণী | অনুন্নত উদ্ভিদ ও অনুন্নত প্রাণী |
২) পদ্ধতির জটিলতা | জটিল | সরল |
৩) জনন একক | গ্যামেট | রেণু |
৪) প্রয়োজনীয় জীবদেহের সংখ্যা | সাধারণত দুটি ভিন্ন জীবদেহের প্রয়োজন হয় | একটি জীবদেহই এই জনন সম্পন্ন করতে সক্ষম |
৫) প্রয়োজনীয় সময় | বেশী সময়ের প্রয়োজন | অল্পসময়ের প্রয়োজন |
৬) নতুন বৈশিষ্টের আবির্ভাব | ঘটে | ঘটে না |
৭) অভিযোজন ও অভিব্যাক্তি তে সুযোগ | সুযোগ আছে | সুযোগ নেই |
আরও পড়ুন – হরমোন ও উৎসেচকের পার্থক্য
সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনা করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন