রক্ত সংবহন তন্ত্র কাকে বলে ও থ্রম্বোসাইটের কাজ কী তা নিয়ে আলোচনা করবো ।
সংবহন তন্ত্র কাকে বলে
প্রাণীদেহে সংবহনে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে এবং যার মাধ্যমে বহুকোশী প্রাণীর বিভিন্ন সজীব কোশে খাদ্য-উপাদান, অক্সিজেন ইত্যাদি পৌঁছায় এবং সেগুলিতে উৎপন্ন বিপাকীয় বর্জ্য পদার্থসমূহ রেচন অঙ্গে সংবাহিত হয় তাকে সংবহনতন্ত্র বলে ।
অগ্ন্যাশয় কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন
অনাল ও নালিযুক্ত উভয়প্রকার গ্রন্থির মিশ্রণে অগ্ন্যাশয় গঠিত হয় বলে একে মিশ্র গ্রন্থি বলে । হরমোন এবং উৎসেচক উভয়েই অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় ।
পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন
পিটুইটারি গ্রন্থি থেকে ৯ টি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয় । এই হরমোনগুলি একদিকে যেমন দেহের সামগ্রিক বৃদ্ধি ও অন্যান্য ক্রিয়া নিয়ন্ত্রন করে অন্যদিকে ঠিক তেমনই অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ও কার্যকরীতা কেউ সমানভাবে নিয়ন্ত্রন করে । যেমন – পিটুইটারি নিঃসৃত যথাক্রমে অ্যাড্রেনাল, থাইরয়েড এবং গোনাডের কার্যকরিতা নিয়ন্ত্রন করে । এইজন্য পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাষ্টার গ্ল্যান্ড বলে ।
অক্সিনের উৎস কি
অক্সিনের দুটি উৎস হল – ১) কোলিওপটাইল এবং ২) কাণ্ড ও মূলের অগ্রস্ত ভাজক কলা
ACTH এর পুরো নাম কি ? ACTH এর কাজ কি
ACTH এর পুরো নাম অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন ।
ACTH এর কাজ – অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করা এবং কর্টেক্স থেকে হরমোন নিঃসরণ নিয়ন্ত্রন করা ।
Read More : ডারউইনের বিবর্তন মতবাদ
GTH এর পুরো নাম, উৎস ও কাজ
GTH এর পুরো নাম গোনাডোট্রোপিক হরমোন ।
উৎস – পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ
কাজ – জননগ্রন্থিকে উদ্দীপিত করে যৌন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রন করা ।
জিব্বারেলিনের উৎস ও কাজ লেখ
উচ্চশ্রেণীর উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা, শীর্ষমুকুল, বীজপত্র ইত্যাদি ।
কাজ – ১) বীজের অঙ্কুরোদগমে সাহায্য করে । ২) বংশগত খর্বতাকে নষ্ট করে স্বাভাবিক বৃদ্ধি ঘটায় । ৩) অগ্রমুকুল এর বৃদ্ধি ও বিকাশে অংশ নেয় । ৪) উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ৫) উন্নত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে ।
পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন গুলির নাম
পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন গুলির নাম হল –
১) অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন ২) সমাটোট্রপিক হরমোন ৩) থাইরয়েড স্টিমুলেটি ং হরমোন ৪) গোনাডোট্রোপিক হরমোন প্রভৃতি ।
Read More : গ্রন্থি কন্দ কাকে বলে, স্ফীত কন্দ কাকে বলে