আজকে আমরা, রজন কাকে বলে, রজনের প্রকারভেদ ও রজনের ব্যাবহার সম্পর্কে আলোচনা করছি ।

রজন কাকে বলে ?
কোন কারণে উদ্ভিদের অঙ্গ আঘাত পেয়ে বা প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হলে যে নাইট্রোজেন বিহীন এবং জলে অদ্রাব্য হলুদ বর্ণের রেচন পদার্থ নিঃসরণ করে তাকে রজন বলা হয় ।
উদাহরণ – ধুনা, গালা, হিং তারপিন তেল ইত্যাদি ।
রজনের প্রকারভেদ
রজনের প্রকারভেদ গুলি নীচে দেওয়া হল –
ওলিও রজন
উৎস – পাইন
উদাহরণ – তারপিন তেল
অর্থনৈতিক গুরুত্ব – তারপিন তেল ওষুধ হিসেবে ব্যাবহার করা হয় এছাড়া কাঠ পালিশ এর কাজে ব্যাবহার করা হয়ে থাকে ।
গদ রজন
উৎস – শাল, হিং ইত্যাদি
উদাহরণ – ধুনা, হিং
অর্থনৈতিক গুরুত্ব – ধুনা – বিভিন্ন পুজো তে কাজে লাগে ।
হিং – খাবারে ব্যাবহার করা হয় ।
রজনের অর্থনৈতিক গুরুত্ব
১) ধুনা – ধুনা একপ্রকার এর রজন যা পূজা পার্বণে ব্যাবহার করা হয় এছাড়া সুগন্ধি ধুপকাঠি হিসেবে বাড়ীতে ও ব্যাবহার করা হয়ে থাকে ।
২) তারপিন তেল – তারপিন তেল কাঠের পালিশের কাজে ব্যাবহার করা হয় । এছাড়া রঙ চুন ইত্যাদি তেও ব্যাবহার করা হয় ।
৩) হিং – সুগন্ধি মশলা তৈরি তে ব্যাবহার করা হয় ।
৪) প্রসাধনী শিল্পে, ওষুধ তৈরিতে, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি তৈরিতে রজনের ভূমিকা গুরুত্বপূর্ণ ।
৫) রাবার ও প্লাস্টিক শিল্পে তেও রজনের ব্যাবহার করা হয় ।
৬) ইনসুলেটর তৈরি করতে ব্যাবহার করা হয় ।
আরও পড়ুন –