হ্যালো, বন্ধুরা আজকে আমরা রেচনতন্ত্র কাকে বলে এবং রেচনতন্ত্রের কাজ কি তা নিয়ে আলোচনা করছি ।

রেচনতন্ত্র কাকে বলে
রেচনে সাহায্যকারী অঙ্গগুলো মিলিত হয়েছে তন্ত্র গঠন করে তাকে রেচনতন্ত্র বলে। এককোষী প্রাণী দের কোন রেচনতন্ত্র থাকে না ।
রেচনতন্ত্রের কাজ কি
রেচনতন্ত্রের কাজ হল রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা । এছাড়া দেহে জলের ভারসাম্য রক্ষা করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ করা ।
মানুষের প্রধান রেচন পদার্থ কোনটি
প্রাণীদেহে অপচিতি বিপাক এর ফলে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নির্গত হয় ।
মানবদেহের রেচন অঙ্গ কয়টি ও কি কি
মানবদেহের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ক, ফুসফুস , যকৃৎ এবং ত্বক ।
আরও পড়ুন –
পিটুইটারি গ্রন্থি কি | পিটুইটারি গ্রন্থির কাজ কি
প্লাস্টিড কাকে বলে | প্লাস্টিডের গঠন ও কাজ