হ্যালো, বন্ধুরা আজকে আমরা রৈখিক বিবর্ধন কাকে বলে তা নিয়ে আলোচনা করছি ।

রৈখিক বিবর্ধন কাকে বলে
কোনো দর্পণ বা লেন্সে গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত কে রৈখিক বিবর্ধন বলা হয় । বিবর্ধনের কোনো মাত্রা বা একক নেই ।
m= l’ / l
লেন্সের প্রধান অক্ষ কাকে বলে
লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে ।
সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন?
সিনেমার পর্দা সাদা ও অমসৃণ রাখা হয় কারণ অমসৃণ পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে । নিয়মিত প্রতিফলনে রশ্মি একদিকেই যায় যার ফলে রশ্মি একই দিকে যাবে যার ফলে পর্দার সোজাসুজি না বসা দর্শকরা কিছুই দেখতে পাবেন না । সাদা পর্দায় প্রতিফলন সবচেয়ে বেশী হয় এই কারণেই সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় ।
সিনেমার পর্দায় কোন ধরণের প্রতিফলন হয়?
সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে ।
আরও পড়ুন –
চার্লসের সূত্র | বয়েলের সূত্র আলোচনা কর
ভর সংখ্যা কাকে বলে? | পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে
অক্সিজেন কি? | অক্সিজেনের ধর্ম কি কি