হ্যালো বন্ধুরা, আজকে আমরা লাইসোজোম কাকে বলে তা নিয়ে আলোচনা করছি ।

লাইসোজোম কাকে বলে?
কোষের সাইটোপ্লাজমে দ্বি-স্তর বিশিষ্ট লাইপো-প্রোটিন সম্বনয়ে গঠিত মেমব্রন বা ঝিল্লি দ্বারা আবৃত যে অঙ্গাণুটি নানাবিধ এনজাইমের ধারক বা বাহক হিসেবে কাজ করে তাই লাইসোজোম বলে ।
লাইসোজোম কে আত্মঘাতী থলি বলা হয় কেন?
লাইসোজোমের ভেতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্য ক্ষুদ্র অঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী বলা হয়।
কোষের শক্তিঘর কাকে বলা হয় এবং কেন ?
কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া কে বলা হয় ।
শক্তি উৎপাদনের সমস্ত কাজ মাইটোকন্ড্রিয়া তেই হয় বলে মাইটোকন্ড্রিয়া কে কোষের শক্তিঘর বলা হয়
হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য
হরমোন | স্নায়ু |
---|---|
হরমোন একপ্রকার জৈব রাসায়ানিক পদার্থ | স্নায়ুতন্ত্র স্নায়ুকোশ ও আনুসাঙ্গিক অঙ্গের সমন্বয়ে গঠিত |
হরমোন এর কাজ ধীর ও সুদূরপ্রসারী | স্নায়ু এর কাজ দ্রুত ও তাৎক্ষণিক |
উদ্ভিদ ও প্রাণী উভয় দেহেই হরমোন ক্রিয়াশীল | স্নায়ুতন্ত্র শুধুমাত্র প্রাণীদেহে ক্রিয়াশীল |
নির্দিষ্ট কাজের পর হরমোন শেষ হয়ে যায় | নির্দিষ্ট কাজের পর স্নায়ুতন্ত্রের কোনো গঠনগত পরিবর্তন হয় না |
আরও পড়ুন –
শ্বসন ও দহনের পার্থক্য লেখ নবমশ্রেণী জীবনবিজ্ঞান
কোষ ও কোষ বিভাজন -প্রশ্ন ও উত্তর
রজন কাকে বলে ? রজনের প্রকারভেদ ও ব্যাবহার ?