হ্যালো বন্ধুরা, আজকে আমরা শ্বসন ও দহনের পার্থক্য নিয়ে আলোচনা করছি । এই প্রশ্নটি নবমশ্রেণীর জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ।

শ্বসন কাকে বলে?
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় দ্বারা অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে খাদ্যের দৈহিক জারণ ঘটে এবং খাদ্য স্থিতিশক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় ও মুক্ত হয় তাকে শ্বসন বলে।
দহন কাকে বলে?
কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বলে ।
শ্বসন ও দহনের পার্থক্য লেখ
শ্বসন | দহন |
---|---|
জৈব রাসায়নিক প্রক্রিয়ায় দ্বারা অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে খাদ্যের দৈহিক জারণ ঘটে এবং খাদ্য স্থিতিশক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় ও মুক্ত হয় তাকে শ্বসন বলে | কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বলে |
শ্বসন প্রক্রিয়ায় উৎসেচকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে | দহন প্রক্রিয়ায় উৎসেচকের কোনো ভূমিকা নেই |
শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ছাড়াও সম্ভব | দহন প্রক্রিয়া অক্সিজেন ছাড়াও পড়ুন |
শ্বসন প্রক্রিয়ায় আলো উৎপন্ন হয় না কিন্তু তাপ উৎপন্ন হয় | দহন প্রক্রিয়ায় আলো তাপ উৎপন্ন হয় |
শ্বসনের উৎপন্ন শক্তি ATP অনুতে সঞ্চিত হয় | উৎপন্ন শক্তি পরিবেশে ছড়িয়ে পড়ে |
সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহন এর মধ্যে পার্থক্য
সক্রিয় পরিবহন | নিষ্ক্রিয় পরিবহন |
---|---|
সক্রিয় পরিবহন রাসায়নিক শক্তি ও বাহকের উপস্থিতিতে ঘটে | নিষ্ক্রিয় পরিবহন এদু’টি উপাদান ব্যতিরেকেই ঘটে |
সক্রিয় পরিবহন পদার্থের গাঢ়ত্বের মাত্রার বিরুদ্ধে সংঘটিত হয় | নিষ্ক্রিয় পরিবহন পদার্থের গাঢ়ত্বের নতিমাত্রার দিকে সংঘটিত হয় |
আরও পড়ুন –
কোষ ও কোষ বিভাজন -প্রশ্ন ও উত্তর
নেফ্রন ও নিউরনের মধ্যে পার্থক্য কি কি