হ্যালো বন্ধুরা, আজকে আমরা শ্রেণিকক্ষে মিথস্ক্রিয়ার শিক্ষকের ভূমিকা এই প্রশ্নের উত্তরটি আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করছি । বি এড এর এবং এডুকেশন বিষয়ের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং পরীক্ষাতে প্রায়ই এই প্রশ্নটি এসে থাকে তাই প্রশ্নটি মন দিয়ে পড়ুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন ।
এর আগের পোস্টে আমরা বুদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি কি তা নিয়ে আলোচনা করেছিলাম ।

শ্রেণিকক্ষে মিথস্ক্রিয়ার শিক্ষকের ভূমিকা
শ্রেণিকক্ষে মিথস্ক্রিয়া চলাকালীন শ্রেণিকক্ষের শিক্ষক কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন । এই গুলি নীচে আলোচনা করা হলো ।
১) শ্রেণিকক্ষে শিখন এর পরিবেশ বজায় রাখা ।
২) শিক্ষার্থীদের প্রতিক্রিয়াগুলি শনাক্ত করা ।
৩) নতুন চিন্তাভাবনা করতে শিক্ষার্থীদের শনাক্ত করা ।
৪) মিথস্ক্রিয়া চলাকালীন শিক্ষক অবশ্যই একজন পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন ।
৫) শ্রেণীবদ্ধভাবে আলোচনার সুবিধাগুলি শিক্ষার্থীদের বুঝিয়ে দিবেন।
৬) শ্রেণিকক্ষে মিথস্ক্রিয়া চলাকালীন সকল শিক্ষার্থীদের সমানভাবে অংশগ্রহণে উৎসাহিত করবেন ।
৭) মিথস্ক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের কথন ভঙ্গিমা অবশ্যই লক্ষ্য করবেন ।
৮) শিক্ষার্থীদের উচ্চারণকালে কোন অস্পষ্টতা থাকলে মিথস্ক্রিয়ার শেষে তা সংশোধন করে দিবেন ।
৯) শ্রেণিকক্ষে বিষয় বর্ণনাকালে কোন শিক্ষার্থীর বচন জড়তা থাকলে তা বাছাই করা । তাকে সংশোধনের উপায় বলে দেওয়া ।
১০) মিথস্ক্রিয়া কালে শিক্ষার্থীদের যথাসম্ভব বলার স্বাধীনতা দেওয়া ।
১১) শিক্ষক কে একজন পর্যবেক্ষক হিসেবে কাজ করা ।
১২) দৈনন্দিন মিথস্ক্রিয়া কালে শিক্ষার্থীদের বচনভঙ্গী উন্নত হচ্ছে কি না তা নজর রাখা ।
বহুভাষী শ্রেণিকক্ষের সুবিধা ও সমস্যা সম্পর্কে আলোচনা কর
বহুভাষী শ্রেণীকক্ষের সমস্যা গুলি হল নিম্নরূপ-
১) বহুভাষী শ্রেণীকক্ষে ভাষার বৈচিত্র্য অনেক সময় শিক্ষণ ও শিখন দুটো প্রক্রিয়ায় ব্যাহত করতে পারে ।
২) ভাষা অনেক সময় আঞ্চলিকতা ও প্রাদেশিকতার বীজ বপন করে । যার ফলে শিক্ষার্থীদের মানসিক দূরত্ব হতে পারে ।
৩) ভাষা অনেক সময় ধর্মের গোঁড়ামি কাটিয়ে উঠতে পারে, ফলে এই ভাষার মধ্যে থেকেই ধর্মের ভেদাভেদ হতে পারে ।
৪) বহুভাষী শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অধিক উদার মানসিকতার কারণে অনেক সময় নিজ দেশ ও সংস্কৃতির প্রতি বীতশ্রদ্ধ ভাব তৈরি করতে পারে ।
৫) বহুভাষী শ্রেণীকক্ষে ভাষার শব্দ উচ্চারণ এর সময় অনেক সময় বাধার সৃষ্টি করে ।
আজকের এই পোস্টে আমরা শ্রেণিকক্ষে মিথস্ক্রিয়ার শিক্ষকের ভূমিকা ও বহুভাষী শ্রেণিকক্ষের সুবিধা ও সমস্যা সম্পর্কে আলোচনা করলাম । আশা করি পোস্টে টি আপনাদের অনেক কাজে লাগবে । আমাদের ওয়েবসাইট এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করা হয় ।
আরও পড়ুন-
বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য?
গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির প্রভাব গুলি লেখ?
দূরশিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা কর?