হ্যালো বন্ধুরা, আজকে আমরা সরণ কাকে বলে এবং দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কি তা নিয়ে আলোচনা করছি ।

সরণ কাকে বলে?
কোন বস্তু কণা একটি নির্দিষ্ট দিকে সময়ের সাথে স্থান পরিবর্তন করলে, বস্তুটির প্রথম ও শেষ অবস্থানের মধ্যবর্তি সরলরৈখিক দূরত্বকে বস্তুকণাটির সরণ বলে।
সরণ একটি ভেক্টর রাশি । সরণের মান ও দিক দুটিই আছে ।
সরণের SI একক মিটার
সরণের CGS একক সেন্টিমিটার
দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য
দূরত্ব | সরণ |
---|---|
দূরত্ব স্কেলার রাশি | সরণ ভেক্টর রাশি |
দূরত্ব পরিবর্তন হয় শুধু মান দ্বারা | সরণ পরিবর্তন হয় মান ও দিক উভয় এর দ্বারাই |
সরণ শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে | অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে সরণ শূন্য ই হবে । |
যেকোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন দূরত্ব বলে | নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন দূরত্ব বলে |
আরও পড়ুন –