নমস্কার বন্ধুরা, আজকে আমরা সালোকসংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য কি কি তা সম্পর্কে আলোচনা করছি । সালোকসংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই উত্তর টি মন দিয়ে পড়ুন এবং নিজের বন্ধুদের সাথে ও শেয়ার করুন ।

সালোকসংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য
সালোকসংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য নীচে আলোচনা করা হল –
সালোকসংশ্লেষ –
১। সালোকসংশ্লেষ একটি উপচিতি বা গঠনমূলক প্রক্রিয়া ।
২। সালোকসংশ্লেষ সূর্যের আলোর সাহায্যে ঘটে ।
৩। সালোকসংশ্লেষ এ কার্বন ডাই অক্সাইড ও জল কাঁচামাল হিসেবে ব্যাবহার হয় ।
৪। ক্লোরোফিল যুক্ত সবুজ কোষে ঘটে ।
৫। সালোকসংশ্লেষ এ অক্সিজেন তৈরি হয় ।
৬। সালোকসংশ্লেষ অক্সিজেন এর ওপর নির্ভর নয় ।
শ্বসন –
১। শ্বসন একটি অপচিতি বা ধ্বংসাত্মক মূলক প্রক্রিয়া
২। শ্বসনে আলোর কোন প্রয়োজন হয় না
৩। শ্বসনে গ্লুকোজ কাঁচামাল হিসেবে ব্যাবহার হয়
৪। এটি সব সজীব কোষেই ঘটে
৫। শ্বসনে কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয় ।
৬। শ্বসন অক্সিজেন এর ওপর নির্ভরশীল ।
আরও পড়ুন –
পেশি কাকে বলে? | পেশীর বৈশিষ্ট্য, কাজ ও প্রকারভেদ কি কি?
তরুক্ষীর ও উপক্ষার এর মধ্যে পার্থক্য কি কি?