হ্যালো বন্ধুরা, আজকে আমরা সিএফসি কি এবং সিএফসি গ্যাসের ব্যাবহার কি কি তা নিয়ে আলোচনা করছি । এর আগের পোস্ট এ আমরা আংশিক চাপ কাকে বলে? আংশিক চাপ নির্ণয়ের সূত্র কি তা নিয়ে আলোচনা করেছি ।

সিএফসি কি
(CFC) সিএফসি এর পুরো নাম হল ক্লোরো ফ্লোরো কার্বন । সিএফসি একটি কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন ও ফ্লোরিন এর সমন্বয়ে গঠিত একটি গ্যাস । সিএফসি গ্রিনহাউস গ্যাস যা ওজন স্তরের সঙ্গে বিক্রিয়ায় ওজন স্তর ফুটো করে দেয় । যার ফলে অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে চলে আসে । রেফ্রিজারেটর, এসি ইত্যাদি তে এই গ্যাসের ব্যাবহার করা হয় । ১৯২০ সালে সিএফসি গ্যাস আবিষ্কৃত হয় ।
সিএফসি গ্যাসের ব্যাবহার কি কি
এবার আমরা সিএফসি গ্যাসের ব্যাবহার কি কি তা নিয়ে আলোচনা করি ।
রেফ্রিজারেটর, এসি ইত্যাদি তে সিএফসি গ্যাসের ব্যাবহার করা হয় ।
অগ্নিনির্বাপক যন্ত্রে CFC গ্যাসের ব্যাবহার করা হয় ।
ক্ষতিকর কীটনাশক ও পোকামাকড় দমনের জন্য বিষাক্ত দ্রাবক তৈরিতে দ্রবণ হিসেবে এই গ্যাস ব্যাবহার করা হয় ।
বিভিন্ন ধরনের সারজিক্যাল যন্ত্রপাতি পরিষ্কার করতে সিএফসি গ্যাস কাজে লাগে ।
CFC এর ক্ষতিকর প্রভাব
CFC গ্যাস ওজন স্তর ফুটো করে দেয় যার ফলে ক্ষতিকর অতিবেগুনী রশ্মি সহজেই পৃথিবীতে চলে আসে যার ফলে দেহ ত্বকে ক্যান্সার, চোখের ছানি এছাড়া বিভিন্ন মারাত্মক রোগ সৃষ্টি করে ।
প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ।
খাদ্যশস্যের উৎপাদন কমিয়ে দেয় ।
কৃষিক্ষেত্রে পোকামাকড় এর আক্রমণ বৃদ্ধি করে ।
আরও পড়ুন –
আংশিক চাপ কাকে বলে? আংশিক চাপ নির্ণয়ের সূত্র
ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন কাকে বলে উদাহরণ দাও?
তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য কি কি
সংযোজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও | রাসায়ানিক বিক্রিয়া কাকে বলে