হ্যালো বন্ধুরা, আজকে আমরা সুষম বেগ কাকে বলে এবং সমবেগ কাকে বলে তা নিয়ে আজকের এই পোস্ট এ বিস্তারিত ভাবে আলোচনা করছি । পদার্থবিজ্ঞানের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই প্রশ্নটি মন দিয়ে পড়ুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন ।

এর আগের পোস্ট এ আমরা ওহমের সূত্র কি | ওহমের সূত্র আমরা কি কাজে ব্যাবহার করে থাকি তা নিয়ে আলোচনা করেছিলাম ।
সুষম বেগ কাকে বলে?
যদি কোন গতিশীল বস্তুর বেগের মান ও দিক সময়ের পরিবর্তনের সাথে অপরিবর্তিত থাকে তখন তাকে সুষম বেগ বলে ।
উদাহরণ- শব্দের বেগ, আলোর বেগ ।
অসম বেগ কাকে বলে?
যদি কোন গতিশীল বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে পরিবর্তিত থাকে তখন তাকে অসম বেগ বলে ।
সমবেগ কাকে বলে?
কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে ।
গড়বেগ কাকে বলে?
কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড়বেগ বলে ।
মন্দন কাকে বলে?
সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয় ।
তাৎক্ষণিক বেগ কাকে বলে?
সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে।
আরও পড়ুন-
যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস