হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করছি । এছাড়া স্কেলার রাশি কাকে বলে এবং ভেক্টর রাশি কাকে বলে তা নিয়েও আলোচনা করছি । এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই মন দিয়ে প্রশ্নটি পড়ুন এবং নিজের বন্ধুদের সাথেও পোস্ট টি শেয়ার করুন ।

স্কেলার রাশি কাকে বলে
যেসব ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদের স্কেলার রাশি বলে ।
যেমন – সরণ, ত্বরণ, বল ইত্যাদি
ভেক্টর রাশি কাকে বলে
যেসব ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় এর প্রয়োজন হয় সেইসব রাশিকে ভেক্টর রাশি বলে ।
যেমন – দৈর্ঘ্য, দ্রুতি, ভর ইত্যাদি
স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য
স্কেলার রাশি | ভেক্টর রাশি |
---|---|
যেসব ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদের স্কেলার রাশি বলে | যেসব ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় এর প্রয়োজন হয় সেইসব রাশিকে ভেক্টর রাশি বলে |
স্কেলার রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই | ভেক্টর রাশির মান ও দিক উভয় এই আছে |
স্কেলার রাশির শুধু মানের পরিবর্তন হয় | ভেক্টর রাশির শুধু মান, দিক অথবা উভয় এর পরিবর্তন হয় |
দুইটি স্কেলার রাশিকে গুন করলে সর্বদা স্কেলার রাশিই পাওয়া যায় | দুইটি ভেক্টর রাশিকে গুন করলে একটি স্কেলার রাশি এবং একটি ভেক্টর রাশিও পাওয়া যেতে পারে |
স্কেলার রাশির সাধারণ নিয়মে যোগ, ভাগ, গুন করা যায় | ভেক্টর রাশিকে সাধারণ নিয়মে যোগ, ভাগ, গুন করা যায় না |
আরও পড়ুন –
ওহমের সূত্র কি | ওহমের সূত্র আমরা কি কাজে ব্যাবহার করে থাকি
তুল্য রোধ কাকে বলে | আপেক্ষিক রোধ কাকে বলে?