হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্থূলকোণ কাকে বলে এবং সমকোণ কাকে বলে তা নিয়ে আলোচনা করছি । এছারাও আরও বিভিন্ন কোণ এর সম্পর্কে নীচে বিস্তারিত ভাবে আলোচনা করছি । তাই তোমরা পোস্ট টি ভালো ভাবে পড় এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার কর ।

স্থূলকোণ কাকে বলে
এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে ।
সমকোণ কাকে বলে?
দুইটি সরলরেখা লম্ব ভাবে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে । সমকোণ এর একটি কোণ ৯০ ডিগ্রি হয় ।
সূক্ষ্মকোণ কাকে বলে
এক সমকোণ অথবা ৯০ ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে ।
সরলকোণ কাকে বলে
দুটি সরলরেখা পরস্পর বিপরীত দিকে গমন করলে বিন্দুটির দুপাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে । অথবা, যে কোণের মান ১৮০ ডিগ্রি তাকে সরলকোণ বলে ।
প্রবৃদ্ধ কোণ কাকে বলে
১৮০ ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু ৩৬০ ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে ।
সন্নিহিত কোণ কাকে বলে
যদি দুটি কোণের একটি সাধারণ বাহু ও একটি মাত্র শীর্ষবিন্দু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে ।
পূরক কোণ কাকে বলে
যখন দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয় ।
উদাহরণ –
31 ডিগ্রি কোণের পূরক কোণ – (90-31) = 59 ডিগ্রি
40 ডিগ্রি কোণের পূরক কোণ – (90-40) = 50 ডিগ্রি
55 ডিগ্রি কোণের পূরক কোণ – (90-45) = 45 ডিগ্রি
সম্পূরক কোণ কাকে বলে
দুটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে ।
উদাহরণ –
50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ – (180-50) = 130 ডিগ্রি
90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ – (180-90) = 90 ডিগ্রি
60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ – (180-60) = 120 ডিগ্রি
আরও পড়ুন –
ঘনক কাকে বলে | প্রিজম কাকে বলে
অনুপাত কাকে বলে | অনুপাত কয় প্রকার ও কি কি